YouTube Music-এ মিউজিক ও পডকাস্ট খুঁজে পাওয়া

YouTube Music-এর মাধ্যমে আপনি নিজের পছন্দের মিউজিক ও পডকাস্ট শুনতে পারবেন। YouTube Music অ্যাপে কীভাবে মিউজিক ও পডকাস্ট ব্রাউজ করবেন ও খুঁজবেন তা জেনে নিন।

How to use and navigate the YouTube Music App to customize your listening experience

মনে রাখবেন: নির্দিষ্ট দেশ/অঞ্চল অনুযায়ী ব্যবহারকারীদের প্রোডাক্ট সংক্রান্ত অভিজ্ঞতা আলাদা হতে পারে।

'হোম' ট্যাবে মিউজিক ও পডকাস্ট খুঁজে পাওয়া

আপনার জন্য কাস্টমাইজ করা বিভিন্ন অডিও স্টেশন দেখুন এবং তখনকার মেজাজ, অ্যাক্টিভিটি বা শোনার ইতিহাসের অনুযায়ী সাজেশন পান। Google অ্যাকাউন্টের মাধ্যমে YouTube Music-এ সাইন-ইন করলে, YouTube-এ আপনার শোনা মিউজিক ও পডকাস্টের ভিত্তিতেও সাজেশন দেখতে পাবেন। 

নতুন সাজেশন খুঁজে দেখতে, হোম ট্যাবে যান। সাজেশন ফিল্টার করতে হোম স্ক্রিনের উপরের দিকে দেখানো বিভাগে ট্যাপ করুন।

নতুন মিউজিক ও পডকাস্ট খুঁজে দেখা

আপনার লাইব্রেরিতে নতুন নতুন মিউজিক ও পডকাস্ট যোগ করতে খুঁজে দেখুন ট্যাবে  যান। আপনার দেশ/অঞ্চলে জনপ্রিয় রিলিজ, জনরা, প্লেলিস্ট, পডকাস্ট, এপিসোড দেখুন বা বিভাগ অনুযায়ী ব্রাউজ করুন।

লাইব্রেরি তৈরি করা

লাইব্রেরিতে সেভ করা গান, প্লেলিস্ট, অ্যালবাম ও পডকাস্ট দেখতে লাইব্রেরি আইকনে ট্যাপ করুন। এছাড়াও YouTube Music Premium-এর মেম্বার হিসেবে আপনি সম্প্রতি চালানো গান ও প্লেলিস্ট স্ক্যান করতে এবং নিজের ডাউনলোড করা যেকোনও কন্টেন্ট দেখতে পারবেন।

মিউজিক ও পডকাস্ট সার্চ করা

YouTube Music অ্যাপে মিউজিক ও পডকাস্ট খুঁজতে 'সার্চ বারে ' টাইপ করুন। পৃষ্ঠার উপরের দিকে থাকা বিভাগ ব্যবহার করে ফিল্টার করা ফলাফল দেখুন।

আপনার প্রিয় আর্টিস্টদের সাথে কানেক্টেড থাকুন

আপনার ফলো করা আর্টিস্টদের থেকে নতুন রিলিজ, আপনার বন্ধুদের তৈরি প্লেলিস্ট এবং আরও অনেক কিছু খুঁজে পেতে 'অ্যাক্টিভিটি ফিড ' ব্যবহার করুন। এছাড়াও, আপনি ভিডিওর কমেন্ট ও লাইক দেখতে ও নিজের সাবস্ক্রাইবারদের সাথে ইন্টার‍্যাক্ট করতে পারবেন। আপনার অ্যাক্টিভিটি ফিড দেখতে, YouTube Music অ্যাপে সাইন-ইন করুন এবং স্ক্রিনের উপরে থাকা আইকনে ট্যাপ করুন।

আর্টিস্ট বা চ্যানেল পৃষ্ঠা ব্রাউজ করুন

আর্টিস্ট ও চ্যানেল পৃষ্ঠায় নির্দিষ্ট ক্রিয়েটরের কন্টেন্ট দেখতে পাবেন। এছাড়াও, আপনি আর্টিস্ট বা চ্যানেল পৃষ্ঠা থেকে বিবরণ ব্রাউজ করতে, আপনার লাইব্রেরিতে মিউজিক বা পডকাস্ট যোগ করতে বা কন্টেন্ট ডাউনলোড করতে পারবেন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
6005530697563110558
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false