আপনার পছন্দের ভাষায় ভিডিও দেখুন

কোনও কোনও ভিডিওতে অতিরিক্ত কিছু ভাষায় অডিও উপলভ্য থাকতে পারে। ডিফল্ট হিসেবে, YouTube-এ আপনার পছন্দের ভাষায় ভিডিও দেখানো হবে। আপনি যদি কম্পিউটারে অন্য কোনও ভাষায় ভিডিও শুনতে চান এবং ওই ভিডিওতে অন্যান্য ভাষায় অডিও উপলভ্য থাকে, তাহলে আপনি:

  1. আপনি যে ভিডিও দেখতে চান সেটিতে যান।
  2. ভিডিও প্লেয়ার থেকে 'সেটিংস' বিকল্প বেছে নিন।
  3. অডিও বিকল্প বেছে নিন।
  4. আপনার পছন্দের ভাষা বেছে নিন।

YouTube মোবাইল অ্যাপে আপনি যদি অন্য কোনও ভাষায় ভিডিও শুনতে চান:

  1. আপনি যে ভিডিও দেখতে চান সেটিতে যান।
  2. ভিডিও প্লেয়ার, 'সেটিংস'  বিকল্পে ট্যাপ করুন।
  3. অতিরিক্ত সেটিংস  বিকল্পে ট্যাপ করুন।
  4. অডিও বিকল্পে ট্যাপ করুন।
  5. আপনার পছন্দের ভাষা বেছে নিন।

ভিডিওতে অনুবাদ করা শীর্ষক ও বিবরণ থাকলে, আপনি এইসব অনুবাদের সাহায্যে ওই ভিডিও খুঁজতে পারবেন। সার্চ ফলাফলে ও ভিডিওর সাজেশনে আপনাকে যেসব ভিডিও দেখানো হবে, সেগুলিতে ডিফল্ট হিসেবে আপনার পছন্দের ভাষার অডিও ব্যবহার করা হবে।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
5514086128410351317
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false