YouTube ফ্যামিলি প্ল্যান ম্যানেজ করা

ফ্যামিলি ম্যানেজার হতে, YouTube ফ্যামিলি প্ল্যান সেট-আপ করুন। ফ্যামিলি ম্যানেজার হিসেবে, আপনি YouTube Premium বা YouTube Music Premium মেম্বারশিপ শেয়ার করতে পারবেন। পরিবারের অন্য ৫ জন সদস্যের সাথে আপনি মেম্বারশিপ শেয়ার করতে পারবেন। পরিবারের সদস্য হলে, YouTube ফ্যামিলি প্ল্যান শেয়ার করার জন্য আপনি ফ্যামিলি গ্রুপে যোগ দিতে পারবেন। 

মনে রাখবেন: আপনি আগে থেকেই Google ফ্যামিলি গ্রুপের মেম্বার হলে, YouTube ফ্যামিলি প্ল্যান কিনতে পারবেন না। শুধুমাত্র আপনার ফ্যামিলি গ্রুপের ম্যানেজার এই ধরনের কেনাকাটা করতে পারবে।

শুরু করার আগে যেসব বিষয় জেনে নিতে হবে

  • পরিবারের যেসব সদস্য YouTube ফ্যামিলি প্ল্যান শেয়ার করছেন, তাদের অবশ্যই ফ্যামিলি ম্যানেজারের সাথে একই বাড়িতে থাকতে হবে। ফ্যামিলি গ্রুপের প্রয়োজনীয়তা এবং আপনি ফ্যামিলি প্ল্যান সেট আপ করার সময় সমস্যার সম্মুখীন হলে কী করবেন সম্বন্ধে আরও জানুন। 
  • আপনি প্রতি ১২ মাসে শুধুমাত্র একবার ফ্যামিলি গ্রুপ পরিবর্তন করতে পারবেন।
  • পরিবারের প্রত্যেকে সদস্যের নাম, ফটো এবং ইমেল আইডি গ্রুপে শেয়ার করা হবে।
  • আপনার YouTube TV ফ্যামিলি প্ল্যানের ব্যাপারে কোনও সাহায্য প্রয়োজন হলে, যেকোনও সময় সহায়তা টিমের সাথে যোগাযোগ করতে পারবেন। 

YouTube ও YouTube TV-তে কীভাবে ফ্যামিলি গ্রুপ তৈরি করতে হয়

লেটেস্ট খবর, আপডেট ও পরামর্শ পেতে YouTube Viewers চ্যানেলে সাবস্ক্রাইব করুন।

ফ্যামিলি ম্যানেজার: সাইন-আপ ও ফ্যামিলি গ্রুপ তৈরি করা

YouTube Premium বা Music Premium-এর নতুন মেম্বার

শুরু করতে, এমন একজনকে ফ্যামিলি ম্যানেজার হিসেবে বেছে নিন যার বয়স ১৮ বছর বা তার বেশি। ফ্যামিলি ম্যানেজার হলেন একমাত্র ব্যক্তি যিনি ফ্যামিলি প্ল্যান কিনতে বা মেম্বারশিপ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারবেন। YouTube পেড মেম্বারশিপে সাইন-আপ করার ব্যাপারে আরও জানুন।

YouTube Premium বা Music Premium মেম্বারশিপে সাইন-আপ করে ফ্যামিলি গ্রুপ তৈরি করতে:

  1. YouTube অ্যাপে প্রোফাইল ছবি এবং তারপর কেনাকাটা ও মেম্বারশিপ' বিকল্পে ট্যাপ করুন।
  2. YouTube Music Premium ও YouTube Premium-এর 'পেড মেম্বারশিপ'-এর বিভিন্ন বিকল্প দেখতে পাবেন। আপনি যে সাবস্ক্রিপশন প্ল্যান কেনার ব্যাপারে আগ্রহী সেটির আরও জানুন বিকল্পে ক্লিক করুন।
  3. অথবা ফ্যামিলি বা স্টুডেন্ট মেম্বারশিপের মাধ্যমে সাশ্রয় করুন বিকল্পে ক্লিক করুন।
  4. ফ্যামিলি প্ল্যান নিন বিকল্পে ক্লিক করুন।
  5. আপনি কোনও Google ফ্যামিলি গ্রুপের ফ্যামিলি ম্যানেজার হলে, ফ্যামিলি গ্রুপের নাম কনফার্ম করার জন্য একটি ডায়ালগ দেখতে পাবেন। কেনাকাটা চালিয়ে যেতে এবং আগে থেকে থাকা ফ্যামিলি গ্রুপের মেম্বারদের সাথে আপনার ফ্যামিলি প্ল্যান শেয়ার করতে, চালিয়ে যান বিকল্প বেছে নিন। ধাপ ৫ আপনার জন্য প্রযোজ্য না হলে, সেটি এড়িয়ে ধাপ ৬-এ যান।
  6. আগে থেকে আপনি কোনও Google ফ্যামিলি গ্রুপের মেম্বার না হলে, ধাপগুলি ফলো করে প্রথমে সাবস্ক্রিপশন কিনুন। তারপরে আপনাকে ফ্যামিলি গ্রুপ তৈরি করার প্রসেস সম্পূর্ণ করতে গাইড করা হবে।
মনে রাখবেন: আপনি ফ্যামিলি প্ল্যানের জন্য সাইন-আপ করতে সমস্যার সম্মুখীন হলে, এটির কারণ হতে পারে আপনার একাধিক Google Play পেমেন্ট প্রোফাইল থাকা। যদি তাই হয়, সেক্ষেত্রে কীভাবে আপনার দেশ/অঞ্চলের প্রোফাইল আপডেট করতে বা পাল্টাতে হয় তা জানুন।

YouTube Premium বা Music Premium-এর মেম্বার

আপনার ব্যক্তিগত Premium বা Music Premium মেম্বারশিপ ফ্যামিলি প্ল্যানে আপগ্রেড করতে:
  1. YouTube অ্যাপে প্রোফাইল ছবি এবং তারপর কেনাকাটা ও মেম্বারশিপ' বিকল্পে ট্যাপ করুন।
  2. ফ্যামিলি প্ল্যান নিন বিকল্পে ট্যাপ করুন।
  3. ফ্যামিলি প্ল্যান নিন বিকল্পে আবার ট্যাপ করুন।
  4. কিনুন বিকল্পে ট্যাপ করুন।
  5. আপনার Google ফ্যামিলি গ্রুপ সেট-আপ করুন।
    • আপনি কি আগে থেকেই কোনও Google ফ্যামিলি গ্রুপের ফ্যামিলি ম্যানেজার? চালিয়ে যেতে এবং আপনার আগে থেকে থাকা ফ্যামিলি গ্রুপের মেম্বারদের সাথে YouTube Premium শেয়ার করতে, চালিয়ে যান বিকল্প বেছে নিন।
    • আপনি কি Google ফ্যামিলি গ্রুপ তৈরি করছেন? ফ্যামিলি গ্রুপ সেট-আপ করতে:
      • ইমেল বা SMS-এর মাধ্যমে সর্বাধিক ৫ জন ফ্যামিলি মেম্বারকে আপনার ফ্যামিলি গ্রুপে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান।
      • পাঠান বিকল্প বেছে নিন।
      • ফ্যামিলি মেম্বাররা আমন্ত্রণ পাবেন এবং শুরু করুন বিকল্প বেছে নিয়ে তাদের অ্যাকাউন্ট কনফার্ম করতে পারবেন।
      • যেসব ফ্যামিলি মেম্বার আপনার আমন্ত্রণ গ্রহণ করবেন, তারা ফ্যামিলি গ্রুপে যোগ দিতে ও YouTube Premium অ্যাক্সেস করতে পারবেন।
    • আপনি কি আগে থেকে থাকা Google ফ্যামিলি গ্রুপের ফ্যামিলি মেম্বার? আপনি YouTube Premium কিনতে না পারলেও আপনার ফ্যামিলি ম্যানেজারকে তা কেনার জন্য বলতে পারবেন।
মনে রাখবেন:
  • YouTube ফ্যামিলি প্ল্যানে বিশেষ অফার ট্রান্সফার করা যায় না। ১ মাসের বেশি সময়সীমার ট্রায়াল চলাকালীন আপনি ফ্যামিলি প্ল্যানে আপগ্রেড করলে, আপনার ফ্রি ট্রায়ালের সময়সীমা কমিয়ে ১ মাস করা হবে। পরে আপনার ফ্যামিলি প্ল্যান বাতিল করলে, আপনি আর ট্রায়ালে ফিরে যেতে পারবেন না। আপনার YouTube পেড মেম্বারশিপ আপডেট করা সম্পর্কে আরও জানুন।
  • আপনি ফ্যামিলি প্ল্যানের জন্য সাইন-আপ করতে সমস্যার সম্মুখীন হলে, এটির কারণ হতে পারে আপনার একাধিক Google Play পেমেন্ট প্রোফাইল থাকা। যদি তাই হয়, সেক্ষেত্রে কীভাবে আপনার দেশ/অঞ্চলের প্রোফাইল আপডেট করতে বা পাল্টাতে হয় তা জানুন।
  • আপনি যদি বার্ষিক প্ল্যান ব্যবহার করছেন, তাহলে ফ্যামিলি প্ল্যানে আপগ্রেড করতে হলে আপনাকে বর্তমান প্ল্যান শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ফ্যামিলি ম্যানেজার: ফ্যামিলি মেম্বার যোগ করা বা সরানো

ফ্যামিলি মেম্বার যোগ করুন

আপনি ফ্যামিলি ম্যানেজার হলে, সর্বাধিক ৫ জন ফ্যামিলি মেম্বারকে আপনার ফ্যামিলি গ্রুপে আমন্ত্রণ জানাতে পারবেন।
ফ্যামিলি মেম্বার যোগ করুন:
  1. আপনার YouTube পেড মেম্বারশিপের সাথে সংশ্লিষ্ট Google অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  2. YouTube অ্যাপে, 'আপনার প্রোফাইল ছবি এবং তারপর কেনাকাটা ও মেম্বারশিপ' বিকল্পে ট্যাপ করুন।
  3. ফ্যামিলি শেয়ারিং সেটিংসের পাশে এডিট করুন বিকল্পে ট্যাপ করুন।
  4. ফ্যামিলি মেম্বারদের আমন্ত্রণ জানান বিকল্পে ট্যাপ করুন।
  5. আমন্ত্রণ জানাতে চান এমন ব্যক্তির ইমেল আইডি বা ফোন নম্বর লিখুন।
  6. পাঠান বিকল্প বেছে নিন। কেউ আপনার ফ্যামিলিতে যোগ দিলে আপনি ইমেল বিজ্ঞপ্তি পাবেন।

ফ্যামিলি মেম্বার সরান

ফ্যামিলি ম্যানেজার হলে, আপনি যেকোনও সময় ফ্যামিলি গ্রুপের কোনও মেম্বারকে সরাতে পারবেন।
ফ্যামিলি মেম্বার সরান:
  1. আপনার YouTube পেড মেম্বারশিপের সাথে সংশ্লিষ্ট Google অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  2. YouTube অ্যাপে প্রোফাইল ছবি এবং তারপর কেনাকাটা ও মেম্বারশিপ' বিকল্পে ট্যাপ করুন।
  3. 'আপনার মেম্বারশিপ' বিকল্পে ট্যাপ করুন।
  4. ফ্যামিলি শেয়ারিং সেটিংসের পাশে এডিট করুন বিকল্পে ট্যাপ করুন।
  5. যাকে সরাতে চান তার নাম বেছে নিন।
  6. মেম্বারকে সরিয়ে দিন বিকল্পে ক্লিক করুন।

ফ্যামিলি ম্যানেজার: ফ্যামিলি ম্যানেজারের অন্যান্য কাজ

পেমেন্ট পদ্ধতি পরিবর্তন করা

পেমেন্ট পদ্ধতি সহ কীভাবে আপনার YouTube পেড মেম্বারশিপ আপডেট করতে হয় তা জানুন।

আপনার পেড মেম্বারশিপ বাতিল করুন

আপনি যেকোনও সময় আপনার YouTube পেড মেম্বারশিপ বাতিল করতে পারবেন। বাতিল করে দেওয়ার পরেও মাসিক বিলিং চক্র শেষ না হওয়া পর্যন্ত আপনার YouTube পেড মেম্বারশিপ অ্যাক্সেস করতে পারবেন। তারপরে, কোনও ফ্যামিলি মেম্বার আর পেড মেম্বারশিপ অ্যাক্সেস করতে পারবেন না, যদিও তাদের Google অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।

 ফ্যামিলি মেম্বার: ফ্যামিলি গ্রুপে যোগ দিন বা ছেড়ে যান

ফ্যামিলি গ্রুপে যোগ দেওয়া

YouTube পেড মেম্বারশিপ আছে এমন কোনও ফ্যামিলি ম্যানেজার যদি আপনাকে ফ্যামিলি গ্রুপে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান, আপনি ইমেল বা SMS-এর মাধ্যমে আমন্ত্রণ পাবেন। আমন্ত্রণে উল্লিখিত নির্দেশাবলী অনুসরণ করে ফ্যামিলি গ্রুপে যোগ দিন।
ফ্যামিলি গ্রুপে যোগ দেওয়া সম্পর্কে আরও জানুন।

ফ্যামিলি গ্রুপ ছেড়ে যান বা ব্যক্তিগত YouTube পেড মেম্বারশিপ নিন

কীভাবে ফ্যামিলি গ্রুপ ছেড়ে বেরিয়ে যেতে বা পাল্টাতে হয় সেই ব্যাপারে আরও জানুন। আপনার নিজের YouTube পেড মেম্বারশিপ নিতে হলে:
  1. আপনার ফ্যামিলি গ্রুপ ছেড়ে বেরিয়ে যেতে নির্দেশাবলী ফলো করুন।
  2. আপনার নিজের YouTube পেড মেম্বারশিপের জন্য সাইন-আপ করুন।
মনে রাখবেন: ফ্যামিলি গ্রুপ ছেড়ে দিলে আপনি অন্য কোনও ফ্যামিলি গ্রুপে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ বা নিজের গ্রুপ তৈরি করতে পারবেন। আপনি প্রত্যেক ১২ মাসে শুধুমাত্র একবার ফ্যামিলি গ্রুপ পাল্টাতে পারবেন। একটি ফ্যামিলি গ্রুপ ছেড়ে নতুন কোনও গ্রুপে যোগ দিলে, পরবর্তী ১২ মাস অন্য কোনও ফ্যামিলি গ্রুপে যোগ দিতে পারবেন না।

ফ্যামিলি প্ল্যানের লোকেশন সংক্রান্ত প্রয়োজনীয়তা

ফ্যামিলি প্ল্যানের লোকেশন সংক্রান্ত প্রয়োজনীয়তা

YouTube ফ্যামিলি মেম্বারশিপ শেয়ার করার উপযুক্ত হতে গেলে, প্রত্যেক ফ্যামিলি মেম্বারের বসবাসের ঠিকানা এবং ফ্যামিলি ম্যানেজারের ঠিকানা অবশ্যই এক হতে হবে। প্রতি ৩০ দিন অন্তর, বৈদ্যুতিন চেক-ইনের মাধ্যমে এই প্রয়োজনীয়তা পূরণ করা হয়েছে কিনা তা কনফার্ম করা হবে।

ফ্যামিলি প্ল্যান সেট-আপ করার সময় কোনও সমস্যা হয়েছে? যদি কোনও সমস্যার মেসেজ দেখতে পান যেখানে লেখা রয়েছে:

  • "ফ্যামিলি প্ল্যান কাজ করে না"

অথবা

  • "এই দেশে কাজ করে না"

আপনার Google Pay অ্যাকাউন্টে তালিকাভুক্ত দেশ/অঞ্চলের সাথে আপনার এখনকার লোকেশন হয়ত ম্যাচ করছে না।

আপনার বর্তমান লোকেশনের সাথে ম্যাচ করানোর জন্য আপনার Google Pay প্রোফাইল আপডেট করুন এবং আপনার ফ্যামিলি প্ল্যান সেট-আপ করা চালিয়ে যান।

কোনও ফ্যামিলি মেম্বারের দেশ/অঞ্চল আপনার লোকেশনের সাথে ম্যাচ না করলে, তিনি ফ্যামিলি গ্রুপে যোগ দিতে পারবেন না।

YouTube ফ্যামিলি প্ল্যানের বিষয়ে সহায়তা প্রয়োজন হলে যেকোনও সময় সহায়তা টিমের সাথে যোগাযোগ করুন

YouTube ফ্যামিলি প্ল্যানের বিষয়ে সহায়তা প্রয়োজন হলে আপনি যেকোনও সময় সহায়তা টিমের সাথে যোগাযোগ করুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
2101214647671134374
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false