YouTube চ্যানেল মেম্বারশিপ সংক্রান্ত রিফান্ড

রিফান্ড সংক্রান্ত নীতির বিষয়ে আরও জানুন এবং আপনার অ্যাকাউন্ট থেকে কেনা চ্যানেল মেম্বারশিপের জন্য রিফান্ডের অনুরোধ জানান।

YouTube-এ ক্রিয়েটরের দেওয়া বিশেষ উপহার সংক্রান্ত রিফান্ড পাওয়া

লেটেস্ট খবর, আপডেট ও পরামর্শ পেতে YouTube Viewers চ্যানেলে সাবস্ক্রাইব করুন।

YouTube Premium বা Music Premium মেম্বারশিপের জন্য রিফান্ড চান? চ্যানেল মেম্বারশিপ, YouTube Premium এবং YouTube Music Premium মেম্বারশিপ থেকে আলাদা।

চ্যানেল মেম্বারশিপের জন্য রিফান্ড সংক্রান্ত নীতি

  • আপনি যেকোনও সময় পেড চ্যানেল মেম্বারশিপ বাতিল করতে পারেন। বাতিল করে দেওয়ার পরে, আপনার থেকে আর চার্জ কাটা হবে না। বিলিং চক্র শেষ না হওয়া পর্যন্ত আপনি বিশেষ উপহার অ্যাক্সেস করতে পারবেন।
  • চ্যানেল মেম্বারশিপ বাতিল করার দিন থেকে শুরু করে এর মেয়াদ শেষ হওয়া পর্যন্ত সময়সীমাতে চার্জ করা টাকা রিফান্ড করা হবে না।
  • আংশিকভাবে শেষ হওয়া বিলিংয়ের মেয়াদের জন্য কোনও রিফান্ড বা ক্রেডিট প্রদান করা হয় না।

YouTube চ্যানেল মেম্বারশিপের জন্য রিফান্ডের অনুরোধ করুন

ক্রিয়েটরের দেওয়া বিশেষ উপহার বা অন্য ফিচার কাজ না করলে, আমাদের সহায়তা টিমের সাথে যোগাযোগ করুন।

Apple-এর মাধ্যমে সাইন-আপ করলে, আপনার পেড চ্যানেল মেম্বারশিপের জন্য মেম্বারশিপ রিফান্ডের অনুরোধ করতে, আপনাকে Apple সহায়তা টিমের সাথে যোগাযোগ করতে হবে। Apple-এর রিফান্ড সংক্রান্ত নীতি প্রযোজ্য হবে।

আপনার অ্যাকাউন্টে, চ্যানেল মেম্বারশিপ সম্পর্কিত কোনও অননুমোদিত চার্জ কাটা হলে সেই সম্পর্কে অভিযোগ জানান

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
2743682383790238079
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false