YouTube Premium মেম্বারশিপ নিয়ে 'স্মার্ট ডাউনলোড' সুবিধা ব্যবহার করা

'স্মার্ট ডাউনলোড' ফিচারে আপনার জন্য সাজেস্ট করা ভিডিওগুলি অফলাইনে দেখতে অটোমেটিক আপনার লাইব্রেরিতে যোগ করা হয়। যেতে যেতে ভিডিও দেখার সুবিধা এবং সার্চ না করেই নতুন কন্টেন্ট খোঁজার সুবিধা পেয়ে যান। ওয়াই-ফাই কানেকশন ডিসকানেক্ট হয়ে গেলে বা আপনার ডিভাইসের স্টোরেজ কমে গেলে ডাউনলোড বন্ধ হয়ে যাবে।

'স্মার্ট ডাউনলোড' ফিচার চালু করা

আপনার সাইন-ইন করা YouTube Premium অ্যাকাউন্ট থেকে,
  1. YouTube অ্যাপ খুলুন।
  2. আপনার প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
  3. ডাউনলোড  বিকল্পে ট্যাপ করুন।
  4. মেনু '' থেকে, সেটিংস বিকল্প বেছে নিন।
  5. স্মার্ট ডাউনলোড টগল করে চালু করুন বিকল্প বেছে নিন।
মনে রাখবেন: ভিডিও ডাউনলোড করা শুরু করতে আপনার ডিভাইসটি অবশ্যই ইন্টারনেটের সাথে কানেক্ট করা থাকতে হবে।

স্মার্ট ডাউনলোড সুবিধা বন্ধ করা

আপনার সাইন-ইন করা YouTube Premium অ্যাকাউন্ট থেকে,
  1. YouTube অ্যাপ খুলুন।
  2. আপনার প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
  3. ডাউনলোড  বিকল্পে ট্যাপ করুন।
  4. মেনু '' থেকে, সেটিংস বিকল্প বেছে নিন।
  5. স্মার্ট ডাউনলোড টগল করে বন্ধ করুন বিকল্প বেছে নিন।

স্মার্ট ডাউনলোড খোঁজা ও দেখা

আপনার সাইন-ইন করা YouTube Premium অ্যাকাউন্ট থেকে,
  1. YouTube অ্যাপ খুলুন।
  2. আপনার প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
  3. ডাউনলোড এবং তারপর স্মার্ট ডাউনলোড বিকল্পে ট্যাপ করুন।
আপনার দেখার ইতিহাসের উপর ভিত্তি করে আপনাকে সাজেস্ট করা ভিডিওর একটি তালিকা দেখানো হবে এবং তা বেছে নেওয়া ও ডাউনলোড করা হবে।

'স্মার্ট ডাউনলোড' থেকে ভিডিও সরিয়ে দেওয়া

সাজেস্ট করার পর ডাউনলোড হওয়া ভিডিও দু'টি উপায়ে সরান:
  1. ভিডিও প্লেয়ারে গিয়ে যে ভিডিওটি সরাতে চান সেটির পাশে থাকা ডাউনলোড করা হয়েছে  বিকল্পে ট্যাপ করুন।
  2. মুছুন বিকল্পে ক্লিক করুন।
অথবা
  1. আপনার 'প্রোফাইল ছবি  এবং তারপর ডাউনলোড ' বিকল্পে ট্যাপ করুন।
  2. যে ভিডিও মুছতে চান সেটির পাশে থাকা 'মেনু ''' বিকল্পে ট্যাপ করুন।
  3. ডাউনলোড করা ভিডিওগুলির মধ্যে থেকে মুছুন বিকল্প বেছে নিন।
প্রতি ৭ দিন অন্তর নতুন ভিডিও ডাউনলোড করে আগের ডাউনলোড করা ভিডিওগুলি সরিয়ে দেওয়া হবে।

স্মার্ট ডাউনলোড কোয়ালিটি/রেজোলিউশন পরিবর্তন করা

আপনার সাইন-ইন করা YouTube Premium অ্যাকাউন্ট থেকে,
  1. YouTube অ্যাপ খুলুন।
  2. আপনার প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
  3. ডাউনলোড  বিকল্পে ট্যাপ করুন।
  4. মেনু '' থেকে, সেটিংস বিকল্প বেছে নিন।
  5. ডাউনলোড কোয়ালিটি বিকল্পে ট্যাপ করুন।
  6. নিচের তালিকায় দেওয়া বিকল্প থেকে আপনার পছন্দের ডাউনলোড কোয়ালিটি সংক্রান্ত সেটিং বেছে নিন।

স্টোরেজের সেটিংস অ্যাডজাস্ট করুন

আপনার সাইন-ইন করা YouTube Premium অ্যাকাউন্ট থেকে,

  1. YouTube অ্যাপ খুলুন ও সেটিংস বিকল্পে যান।
  2. এরপর ব্যাকগ্রাউন্ড ও ডাউনলোড এবং তারপর স্মার্ট ডাউনলোড বিকল্পে ট্যাপ করুন।
  3. স্টোরেজ ব্যবহার এবং তারপর কাস্টম বিকল্পে যান।
  4. আপনার ডিভাইস স্মার্ট ডাউনলোডের জন্য যতটা স্টোরেজ ব্যবহার করবে বলে আপনি চান, স্লাইডার ব্যবহার করে তা বেছে নিন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
14807470895582161893
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false