YouTube Premium মেম্বারশিপ নিয়ে অফলাইনে ভিডিও দেখা

YouTube Premium আপনার লোকেশনে উপলভ্য হলে, মোবাইল ডিভাইসে ভিডিও ডাউনলোড করতে ও দেখতে পারবেন। এছাড়াও, আপনি Chrome, Edge, Firefox ও Opera ব্রাউজার ব্যবহার করে কম্পিউটার থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন। ভবিষ্যতে এই ফিচার অন্যান্য ব্রাউজারেও নিয়ে আসার ব্যাপারে আমরা আশাবাদী।

কীভাবে আপনার YouTube Premium-এর ডাউনলোড সেটিংস ম্যানেজ করবেন অথবা শুরু করার জন্য YouTube Premium-এ সাইন-আপ করবেন সেই সম্পর্কে জানুন।

অফলাইনে দেখতে ভিডিও ডাউনলোড করা

আপনার কম্পিউটারে ভিডিও ডাউনলোড করতে:

  1. সাইন-ইন করা YouTube Premium অ্যাকাউন্ট থেকে youtube.com খুলুন।
  2. যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেটির দেখার পৃষ্ঠায় যান।
  3. ভিডিওর নিচে থাকা, ডাউনলোড করুন বিকল্পে ক্লিক করুন।

ভিডিও ডাউনলোড হয়ে গেলে, ভিডিওর নিচে থাকা 'ডাউনলোড করুন' আইকনটি কালো রঙের হয়ে যাবে।

ভিডিও ডাউনলোড করার সময় আপনার ডিভাইসে ইন্টারনেট কানেকশন বন্ধ হয়ে গেলে, ইন্টারনেট আবার কানেক্ট হওয়ার পরে যেখানে ডাউনলোড বন্ধ হয়েছিল, সেখান থেকে অটোমেটিক আবার চালু হবে।

ডাউনলোড করা ভিডিও দেখা

আপনার কম্পিউটারে যেসব ভিডিও ডাউনলোড করেছেন সেগুলি খুঁজতে ও দেখতে:

  1. সাইন-ইন করা Premium অ্যাকাউন্ট থেকে youtube.com খুলুন।
  2. বাঁদিকের মেনু থেকে ডাউনলোড বিকল্পে ক্লিক করুন।

আপনার 'ডাউনলোড' বিকল্প থেকে আলাদা আলাদা ভিডিও সরানো

আপনি যেসব ভিডিও ডাউনলোড করেছেন সেগুলি দুটি উপায়ে সরানো যেতে পারে:

  1. ভিডিও প্লেয়ারের মধ্যে, যে ভিডিওটি সরাতে চান সেটির পাশে থাকা ডাউনলোড করা হয়েছে বিকল্পে ট্যাপ করুন।
  2. মুছুন বিকল্পে ক্লিক করুন।

অথবা

  1. আপনার ডাউনলোড পৃষ্ঠায় যান।
  2. যে ভিডিওটি মুছতে চান সেটির পাশে থাকা আরও বিকল্প বেছে নিন।
  3. 'ডাউনলোড' থেকে সরান বিকল্পে ক্লিক করন।
  4. "ডাউনলোড করা সব কন্টেন্ট মুছে ফেলবেন?" বিকল্পের নিচে থাকা মুছুন বিকল্পে ক্লিক করুন

ডাউনলোড করা সব ভিডিও সরানো

আপনি যেসব ভিডিও ডাউনলোড করেছেন, সেগুলি এইসব ধাপ অনুসরণ করে দেখতে ও মুছে ফেলতে পারবেন:

  1. বাঁদিকের মেনু থেকে, ডাউনলোড বিকল্প বেছে নিন।
  2. ডাউনলোড সংক্রান্ত সেটিংস এবং তারপর ডাউনলোড করা সব কন্টেন্ট মুছুন বিকল্পে ট্যাপ করুন।
  3. "ডাউনলোড করা সব কন্টেন্ট মুছে ফেলবেন?" বিকল্পের নিচে থাকা মুছুন বিকল্পে ক্লিক করুন

ডাউনলোড করা সংক্রান্ত সেটিংস আপডেট করা

'সেটিংস এবং তারপর ডাউনলোড এবং তারপর ডাউনলোড কোয়ালিটি' বিকল্পে গিয়ে আপনার ডাউনলোডের ডিফল্ট কোয়ালিটি সেট করুন।

খুব ভালো কোয়ালিটির ভিডিও বেশি ডেটা খরচ করতে পারে, 'ডাউনলোড' বিভাগে দেখাতে দেরি হতে পারে এবং আপনার ডিভাইসে বেশি জায়গা নিতে পারে।

ভিডিও ডাউনলোড করা সম্পর্কিত সমস্যার সমাধান করা

  • ডাউনলোড করা ভিডিও ২৯ দিন পর্যন্ত অফলাইনে চালানো যাবে। তারপরে, আপনার ডিভাইস ইন্টারনেটে আবার কানেক্ট করতে হবে। আবার কানেক্ট করলে ভিডিওতে কোনও পরিবর্তন হয়েছে কিনা বা এটি আর উপলভ্য আছে কিনা তা অ্যাপ চেক করতে পারবে। কোনও ভিডিও অফলাইনে প্লেব্যাকের জন্য আর উপলভ্য না থাকলে, পরবর্তী সিঙ্কের সময় সেটি আপনার ডিভাইস থেকে সরিয়ে দেওয়া হবে।
  • কিছু দেশ/অঞ্চলে, ইন্টারনেট কানেকশন ছাড়াই কন্টেন্ট ৪৮ ঘণ্টা পর্যন্ত চালানো যেতে পারে। ভিডিও ডাউনলোড করার জন্য আপনাকে অবশ্যই Premium অ্যাকাউন্টে সাইন-ইন করতে হবে। 'ডাউনলোড' বিকল্পে যোগ করা হয়েছে এমন ভিডিও একই অ্যাকাউন্টে সাইন-ইন করে থাকা অবস্থায় চালানো যেতে পারে। ডিভাইস যদি ওয়াই-ফাই নেটওয়ার্কে কানেক্ট করা থাকে, শুধুমাত্র তাহলেই কমেন্ট ও লাইক করার মতো কিছু ফিচার উপলভ্য থাকে। YouTube-এর অফলাইন ভিডিও সম্পর্কে আরও জানুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
18267977874432093121
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false