অনুপ্রেরণাদায়ক আইডিয়া সম্পর্কে জানা

YouTube জুড়ে আপনার শ্রোতা ও দর্শকরা কী খুঁজছেন তা জানতে, YouTube Analytics-এর অনুপ্রেরণা ট্যাব ব্যবহার করতে পারেন। দর্শকরা দেখতে পছন্দ করতে পারেন এমন ভিডিওর ব্যাপারে আইডিয়া পেতে অনুপ্রেরণা ট্যাবের ইনসাইট আপনাকে সাহায্য করবে।

অনুপ্রেরণা ট্যাব দেখা

  1. YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে Analytics বিকল্প বেছে নিন।
  3. উপরের মেনু থেকে অনুপ্রেরণা ট্যাবে ক্লিক করুন।
  4. শুরু করতে সার্চ করার জন্য সার্চ বারে শব্দ বা বিষয় লিখুন। সার্চ করা শব্দ সেভ করতে, সেভ করুন বিকল্পে ট্যাপ করুন।

কোনও সার্চ করা শব্দ লেখার পরে, আপনি সেই প্রসঙ্গের সাথে সম্পর্কিত দর্শকদের অ্যাক্টিভিটি দেখতে পারবেন:

  • দর্শকদের সাম্প্রতিক অ্যাক্টিভিটি: আপনার দর্শকদের কাছে বিষয়টি কত জনপ্রিয় তা দেখায়।
  • YouTube-এ সার্চ করা হয়েছে: YouTube-এ কোনও বিষয়ে দর্শকদের জনপ্রিয় সার্চের তথ্য দেখায়।
  • YouTube-এ দেখা হয়েছে: YouTube জুড়ে সেই বিষয় সম্পর্কে দর্শকদের দেখা জনপ্রিয় ভিডিও দেখায়।

অনুপ্রেরণা ট্যাবে কী দেখানো হয়

মনে রাখবেন: বর্তমানে এই ইনসাইট শুধু নির্দিষ্ট দেশ, ভাষা ও ডিভাইসে উপলভ্য। বর্তমানে দেখানোর জন্য প্রাসঙ্গিক ভিডিও না থাকলে, আপনি হয়ত কোনও বিভাগ দেখতে পাবেন না।

অনুপ্রাণিত হোন 

মনে রাখবেন: AI-জেনারেটেড কন্টেন্ট ভুল বা অনুপযুক্ত হতে পারে, কোয়ালিটিতে পার্থক্য হতে পারে অথবা YouTube-এর দৃষ্টিভঙ্গির সাথে মেলে না এমন তথ্য প্রদান করতে পারে। এই ফিচার ব্যবহার করার সময় ব্যক্তিগত তথ্য ব্যবহার করবেন না অথবা পেশাদার পরামর্শ হিসেবে এই ফিচারের দেওয়া আইডিয়া, আউটলাইন বা অন্যান্য আউটপুটের উপর নির্ভর করবেন না। নিজস্ব বিবেচনার ভিত্তিতে YouTube-এর প্রদান করা এই ধরনের AI-জেনারেটেড কন্টেন্ট তৈরি বা ব্যবহার করবেন। 

আপনার দর্শকদের পছন্দমতো বা চ্যানেলের ক্ষেত্রে প্রাসঙ্গিক নতুন কন্টেন্ট আইডিয়া ব্রেনস্টর্ম করার জন্য এই কার্ড জেনারেটিভ AI ব্যবহার করে। পরের ভিডিওর পরিকল্পনা করার জন্য আপনি নতুন কন্টেন্টের বিষয় খুঁজে পেতে এবং দ্রুত ভিডিওর আউটলাইন তৈরি করতে পারবেন। কোনও আইডিয়া লিখে বা সেরা সার্চ করা শব্দ ঘুরে দেখে শুরু করুন, তারপরে শুধু আউটলাইন তৈরি করুন বিকল্পে ক্লিক করলেই হবে।

সেরা সার্চ

গত ২৮ দিনে আপনার দর্শকরা এবং আপনি যেসব সার্চ করা শব্দ সেভ করেছেন সেগুলির ভিত্তিতে এই কার্ডে সেরা সার্চ দেখানো হয়। কিছু সার্চ করা শব্দের উপরে "কন্টেন্ট গ্যাপ" লেখা লেবেল থাকে ।

এর সাথে সম্পর্কিত সাম্প্রতিক ভিডিও

আপনার দর্শকরা গত ২৮ দিনে যেসব বিষয়ের ভিডিও দেখেছেন এবং আপনার সেভ করা সার্চের সম্পর্কিত বিষয়ের ভিডিও এই কার্ডে দেখতে পাবেন।

Shorts-এর কন্টেন্ট গ্যাপ

এই কার্ডে এমন কন্টেন্ট গ্যাপ দেখানো হয়, যেখানে দর্শকরা আরও প্রাসঙ্গিক অথবা খুব ভালো কোয়ালিটির Shorts খুঁজছেন।

কন্টেন্ট গ্যাপ সম্পর্কে জানুন

YouTube-এ নির্দিষ্ট কোনও বিষয়ে সার্চ করে দর্শকরা যথেষ্ট পরিমাণ ভালো ফলাফল খুঁজে না পেলে কন্টেন্ট গ্যাপ তৈরি হয়। কন্টেন্ট গ্যাপ ব্যবহার করে আপনি এমন কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা পেতে পারেন যা কেউ এখনও তৈরি করেনি অথবা যা আরও ভালোভাবে তৈরি করা যেতে পারে। 

এইসব ক্ষেত্রে কন্টেন্ট গ্যাপ তৈরি হতে পারে:

  • দর্শকরা যা সার্চ করছেন সেই সংক্রান্ত কোনও ফলাফল খুঁজে না পেলে।
  • দর্শকরা যা সার্চ করছেন তার সাথে সঠিক মিল আছে এমন ফলাফল খুঁজে না পেলে।
  • দর্শকরা তাদের সার্চের জন্য প্রাসঙ্গিক ভিডিও খুঁজে পান না – যেমন পুরনো অথবা খারাপ কোয়ালিটির কন্টেন্ট।
সার্চ ইনসাইটের ব্যাপারে কম্পিউটার থেকে আরও জানতে, নিচে দেওয়া YouTube ক্রিয়েটর চ্যানেলের ভিডিওটি চেক করুন

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
9700661229801238245
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false