Premium মেম্বারশিপ পজ করা বা আবার চালু করা

পেড মেম্বারশিপ চলাকালীন YouTube Premium ও YouTube Music Premium-এর সাবস্ক্রাইবাররা যেকোনও সময়ে মেম্বারশিপ পজ করতে, আবার চালু করতে অথবা বাতিল করতে পারবেন।

আপনার পেড মেম্বারশিপ দেখতে ও ম্যানেজ করতে নিচের বোতামে ক্লিক করুন। এরপর, এই নিবন্ধে দেওয়া ধাপগুলি অনুসরণ করে YouTube Premium অথবা YouTube Music Premium মেম্বারশিপ পজ করুন বা আবার চালু করুন।

মনে রাখবেন: বার্ষিক প্ল্যান পজ করা যাবে না। যেসব ব্যবহারকারীদের Apple অ্যাকাউন্টের মাধ্যমে চার্জ করা হয় তাদের জন্য পেড মেম্বারশিপ পজ বা আবার চালু করার সুবিধা উপলভ্য নেই।

কীভাবে আপনার মেম্বারশিপ পজ করবেন

 

এখন পজ করুন

  1. youtube.com/paid_memberships লিঙ্কে যান।
  2. মেম্বারশিপ ম্যানেজ করুন বিকল্পে ক্লিক করুন।​
  3. বন্ধ করুন বিকল্পে ক্লিক করুন।
  4. আপনি এর পরিবর্তে পজ করুন বিকল্পে ক্লিক করুন।
  5. স্লাইডার ব্যবহার করার জন্য কত মাস আপনি মেম্বারশিপ পজ করতে চান, তা বেছে নিন, তারপরে মেম্বারশিপ পজ করুন বিকল্পে ট্যাপ করুন।

আপনি মেম্বারশিপ পজ করলে:

  • আপনি এই পজ করার সময়সীমা ১ থেকে ৬ মাস পর্যন্ত বেছে নিতে পারবেন।
  • বর্তমান বিলিং চক্র শেষ হওয়ার পরে আপনার মেম্বারশিপ পজ করা হবে।
  • মেম্বারশিপ পজ করা হলে, আপনি (এবং আপনার প্ল্যানে থাকা পরিবারের যেকোনও মেম্বার), YouTube Premium বা YouTube Music Premium-এর কোনও সুবিধা অ্যাক্সেস করতে পারবেন না।
  • পজ থাকা সময়সীমার মধ্যে আপনি যেকোনও সময়ে মেম্বারশিপ বাতিল করতে পারবেন।
  • YouTube Premium সাবস্ক্রিপশন থাকলে, আপনার ডাউনলোড করা যেকোনও ভিডিও বা মিউজিক রেখে দেওয়া হবে। মেম্বারশিপ আবার চালু না করা পর্যন্ত আপনি সেগুলি অ্যাক্সেস করতে পারবেন না।
  • আপনার YouTube Music Premium সাবস্ক্রিপশন থাকলে, আপনার ডাউনলোড করা যেকোনও মিউজিক রেখে দেওয়া হবে। মেম্বারশিপ আবার চালু না করা পর্যন্ত আপনি সেগুলি অ্যাক্সেস করতে পারবেন না।
  • আপনার পজ করা অবস্থার মেয়াদ শেষ হলে, পরিষেবার জন্য আপনার পরবর্তী মাসে স্বাভাবিক মাসিক মূল্যে অটোমেটিক চার্জ করা হবে। আপনার মেম্বারশিপ পজ করে রাখার সময় আপনার প্ল্যানের মূল্য পরিবর্তন করা হলে, নতুন মূল্যে পরিবর্তন করার আগে আপনাকে একবার পুরানো মূল্য চার্জ করা হবে। আপনার দেশ/অঞ্চলে দাম বেড়ে যাওয়ার অন্তত ৩০ দিন আগে আমরা আপনাকে ইমেলের মাধ্যমে জানাবো।
  • YouTube-এ গিয়ে মেম্বারশিপ আবার চালু করার নির্ধারিত দিনের আগে যেকোনও সময় আপনি মেম্বারশিপ আনপজ করে আবার চালু করতে পারবেন।

কীভাবে আবার আপনার মেম্বারশিপ চালু করবেন

 

এখন আবার চালু করুন

  1. youtube.com/paid_memberships লিঙ্কে যান।
  2. মেম্বারশিপ ম্যানেজ করুন বিকল্পে ক্লিক করুন।
  3. আবার চালু করুন বিকল্পে ক্লিক করুন।
  4. পুনরায় আবার চালু করুন বিকল্পে ক্লিক করুন।

 

Pixel Pass-এর সাবস্ক্রিপশনের মাধ্যমে YouTube Premium পরিষেবা পেলে, কীভাবে আপনার অ্যাকাউন্ট ম্যানেজ করবেন সেই ব্যাপারে এখান থেকে আরও জানুন।
২০২২ থেকে যে সমস্ত Android ব্যবহারকারী নতুন গ্রাহক YouTube Premium এবং Music Premium-এ সাবস্ক্রাইব করবেন, তাদের বিলিং Google Play-এর মাধ্যমে করা হবে। এই পরিবর্তনের ফলে আগের সাবস্ক্রাইবারদের উপর কোনও প্রভাব পড়বে না। সাম্প্রতিক চার্জগুলি দেখতে ও আপনার বিলিং কীভাবে করা হয় সেই সম্পর্কিত তথ্য জানতে আপনি payments.google.com লিঙ্ক দেখতে পারেন। Google Play-তে করা কোনও কেনাকাটার জন্য রিফান্ডের অনুরোধ জানাতে এখানে দেওয়া ধাপগুলি অনুসরণ করুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
13632468032248318422
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false