অভিভাবকদের জন্য তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্ট সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্ট এবং প্রতিদিন ব্যবহারের YouTube অথবা YouTube Music অ্যাকাউন্টের মধ্যে কী পার্থক্য?

প্রতিদিন যে YouTube অথবা YouTube Music অ্যাকাউন্ট ব্যবহার করেন, আপনার তত্ত্বাবধানে থাকা সন্তানের অ্যাকাউন্টও অনেকটা ঠিক এমনটাই দেখাবে, তবে সব ধরণের ফিচার ও সেটিংস উপলভ্য নাও হতে পারে।

সন্তানের তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্টের জন্য আপনি যে কন্টেন্ট সেটিং বেছে নেবেন, তার ভিত্তিতেই তারা কন্টেন্ট দেখবে। YouTube এবং YouTube Music-এ সাধারণত যেসব ফিচার উপলভ্য থাকে, সেগুলির মধ্যে কয়েকটির সুবিধা এই অ্যাকাউন্টের ক্ষেত্রে উপলভ্য থাকে না। YouTube-এ ম্যানেজ করা অভিজ্ঞতা বলতে কী বোঝায়?-তে গিয়ে কোন কোন ফিচার উপলভ্য নেই, সেগুলির তালিকা দেখুন।

নিজের অভিমত প্রকাশ করা এবং কমিউনিটিতে অংশগ্রহণ করা YouTube প্ল্যাটফর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ, তাই তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে কী কী ফিচার প্রভাবিত হতে পারে তা বিবেচনা করার সাথে সাথে আমরা অভিভাবক এবং বিশেষজ্ঞদের সাথে মিলে কাজ করব।

YouTube Kids কী? YouTube-এ তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্টের থেকে এটি কতটা আলাদা?

YouTube Kids শুধুমাত্র বাচ্চাদের কথা ভেবেই ডিজাইন করা হয়েছে। তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্টের ক্ষেত্রে, অভিভাবকরা এমন কন্টেন্ট সেটিং বেছে নিতে পারেন যার সাহায্যে বাচ্চারা YouTube ও YouTube Music-এ কী কন্টেন্ট খুঁজে পাবে ও চালাবে তা সীমিত করা যায়।

YouTube Kids-এ সাধারণ YouTube-এর থেকে অনেক কম ভিডিও থাকলেও সেগুলি বিভিন্ন রকমের হয়ে থাকে। ভিডিও বিভিন্ন উপায়ে বেছে নেওয়া হয়। এইসব ভিডিও হিউম্যান রিভিউ করা এবং বিশেষজ্ঞদের দ্বারা কিউরেট করা প্লেলিস্ট থেকে বেছে নেওয়া হয়। অ্যালগরিদমিক ফিল্টারও সঠিক ভিডিও বেছে নিতে সাহায্য করবে।

YouTube Kids এবং তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্টের মধ্যে কী পার্থক্য রয়েছে তা জানতে পরিবারের সদস্যদের কথা মাথায় রেখে আপনার পছন্দমতো কন্টেন্ট দেখুন

সীমাবদ্ধ মোড বলতে কী বোঝায়? YouTube-এ তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্টের থেকে এটি কতটা আলাদা?

সীমাবদ্ধ মোড হল YouTube-এর এমন সেটিং যা স্বেচ্ছায় কেউ ব্যবহার করতে বা নাও করতে পারেন। এটির সাহায্য সম্ভাব্য প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট ফিল্টার করা যায়, যা আপনি দেখতে পছন্দ করেন না বা আপনি চান না যারা আপনার ডিভাইস ব্যবহার করছে তারা দেখুন। লাইব্রেরি, স্কুল এবং সরকারি প্রতিষ্ঠানের মতো যেসব ব্যবহারকারী YouTube ব্যবহারের অভিজ্ঞতা আরও বেশি সীমিত করতে চান, তারা সাধারণত 'সীমাবদ্ধ মোড' চালু করেন।

১৩ বছরের বেশি বয়সী কিশোর-কিশোরীদের অভিভাবকরা, যারা তাদের সন্তানের Google অ্যাকাউন্টে তত্ত্বাবধান করার ফিচার যোগ করেছেন, তারা 'সীমাবদ্ধ মোড' ফিচার ব্যবহার করে প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি কন্টেন্টও বাদ দিয়ে দিতে পারবেন।

যেসব কিশোর-কিশোরীদের বয়স তাদের নিজেদের দেশ/অঞ্চলের ক্ষেত্রে প্রযোজ্য বয়সসীমার থেকে বেশি এবং যারা আগে থেকে থাকা Google অ্যাকাউন্টে তত্ত্বাবধানের সুবিধা যোগ করেছেন, তাদের জন্য এই মোড এখনও উপলভ্য হয়নি। ১৩ বছরের কম বয়সী (বা তাদের নিজেদের দেশ/অঞ্চলের ক্ষেত্রে প্রযোজ্য বয়সসীমার থেকে কম হলে) বাচ্চাদের জন্য 'তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্টের' সুবিধা উপলভ্য হবে এবং অভিভাবকদের তাদের সন্তানদের YouTube ব্যবহারের অভিজ্ঞতা ম্যানেজ করার নিয়ন্ত্রণ দেয়।

আমার সন্তানের জন্য 'তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্টের' মোড বেছে নেওয়ার সময় আমি কন্টেন্ট সেটিংসের কী কী বিকল্প বেছে নিতে পারব?

আপনি এখান থেকে ৩ ধরনের কন্টেন্ট সেটিংস বেছে নিতে পারবেন:

  • কী কী আছে দেখুন: সাধারণত কন্টেন্ট রেটিং অনুযায়ী ভিডিওগুলি ৯ বছরের বেশি বয়সের দর্শকদের জন্য উপযুক্ত হয়। ভিডিওর মধ্যে আছে ভি-লগ, টিউটোরিয়াল, গেমিং ভিডিও, মিউজিক ভিডিও এবং আরও অনেক কিছু। প্রিমিয়ার ছাড়া কোনও লাইভ স্ট্রিম নেই। আপনার সন্তান ভিডিওতে করা কমেন্ট দেখতে পাবে না। কিছু ভিডিওতে স্বল্প হিংসা, আপত্তিকর ভাষা, নিয়ন্ত্রিত পদার্থের কন্টেন্ট রয়েছে। এছাড়াও, কয়েকটি ভিডিওতে শরীরের গঠনের বিভিন্ন ছবি, মানসিক এবং যৌন স্বাস্থ্য সম্পর্কিত শিক্ষামূলক কন্টেন্টও থাকতে পারে।
  • আরও কী কী আছে দেখুন: সাধারণত কন্টেন্ট রেটিং অনুযায়ী ভিডিওগুলি ১৩ বছরের বেশি বয়সের দর্শকদের জন্য উপযুক্ত। এই সেটিং দিয়ে অনেক ধরনের ভিডিও অ্যাক্সেস করা যাবে। ভিডিওগুলির মধ্যে রয়েছে লাইভ স্ট্রিম, ভি-লগ, টিউটোরিয়াল, গেমিং ভিডিও, মিউজিক ভিডিও, খবর, শিক্ষামূলক ভিডিও, DIY, শিল্পকলা ও কারুশিল্প, নৃত্য এবং আরও অনেক কিছু। কিছু কিছু ভিডিওতে আসল হিংসাত্মক ঘটনা, সীমিত অশ্লীলতা বা নিয়ন্ত্রিত পদার্থ সম্পর্কিত বিষয় আছে। অন্তর্নিহিত যৌন ইঙ্গিতের নমুনা এবং শারীরিক, মানসিক, যৌন স্বাস্থ্য এবং পরিচর্যা সম্পর্কিত বিষয়ও থাকতে পারে। আপনার সন্তান ভিডিওতে করা কমেন্ট দেখতে পাবে। 
  • YouTube-এর সর্বাধিক সুবিধা: এই সেটিং দিয়ে ১৮ বছরের বেশি বয়সীদের জন্য চিহ্নিত করা ভিডিও এবং ম্যানেজ করা অভিজ্ঞতা ব্যবহার করা দর্শকদের জন্য উপযুক্ত নয় এমন ভিডিও ছাড়া YouTube-এর প্রায় সব ভিডিও অ্যাক্সেস করা যাবে। ভিডিওগুলির মধ্যে রয়েছে লাইভ স্ট্রিম, ভি-লগ, টিউটোরিয়াল, গেমিং ভিডিও, মিউজিক ভিডিও, খবর, শিক্ষামূলক ভিডিও, DIY, শিল্পকলা ও কারুশিল্প, নৃত্য এবং আরও অনেক কিছু। কিছু ভিডিওতে সংবেদনশীল বিষয় থাকবে যা বেশি বয়সী কিশোর-কিশোরীদের জন্য হয়ত উপযুক্ত, যেমন গ্রাফিক হিংসাত্মক ঘটনা, প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট, নগ্নতা, স্পষ্ট অশ্লীল শব্দ এবং মানসিক অসুস্থতা, ডায়েটিং এবং যৌন স্বাস্থ্য সম্পর্কিত বিষয়। আপনার সন্তান ভিডিওতে করা কমেন্ট দেখতে পাবে।

'ম্যানেজ করা অভিজ্ঞতা' মোড ব্যবহার করে পরিবারের সদস্যদের জন্য কন্টেন্ট সেটিংস সম্পর্কে আরও জানুন।

আমার সন্তানের তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্ট থেকে কি আমি নিজের সন্তানকে YouTube Music বা YouTube TV অ্যাক্সেস করতে দিতে পারি?

তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্ট থেকে YouTube Music চালানো যাবে। তত্ত্বাবধানে থাকা আপনার সন্তানের অ্যাকাউন্টের জন্য যে কন্টেন্ট সেটিং আপনি বেছে নেবেন, তারা অ্যাপে বা ওয়েবসাইটে সাইন-ইন করলে সেটি YouTube Music কন্টেন্টের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

আমি যদি আমার সন্তানের iOS ডিভাইসে YouTube বা YouTube Music ডাউনলোড করতে না পারি, তাহলে কী করব?

YouTube বা YouTube Music অ্যাপ ডাউনলোড করতে, অভিভাবককে বাচ্চার iOS ডিভাইসে কন্টেন্ট ও গোপনীয়তা সংক্রান্ত বিধিনিষেধ সেটিংস পড়ে নিতে হবে।

আমার সন্তান তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্ট ব্যবহার করলেও কি আমার টিভিতে সে YouTube চালাতে পারবে?

তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্ট থেকে Microsoft Xbox, Nintendo Switch ও Sony PlayStation-এর মতো বেশিরভাগ উপযুক্ত স্মার্ট টিভিতে YouTube চালানো যাবে। পুরনো Android TV ডিভাইসে তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্ট ব্যবহার করার সুবিধা নেই।

আমি কীভাবে Google Assistant চালু আছে এমন ডিভাইসে তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্ট সেট-আপ করতে পারি?

আপনার সন্তানের অ্যাকাউন্ট যোগ করতে, আপনার সন্তানকে আপনার ডিভাইসে Google Assistant ব্যবহার করতে দিন-এ গিয়ে উল্লেখ করা ধাপগুলি অনুসরণ করতে বলুন।  আপনার সন্তানের Google অ্যাকাউন্ট এবং ভয়েস সেই ডিভাইসের সাথে লিঙ্ক করা থাকলে, 'তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্ট' শেয়ার করা ডিভাইসে Google Assistant ব্যবহার করা যেতে পারে।

YouTube কীভাবে অনুপযুক্ত কন্টেন্ট ফিল্টার করে বাদ দেয়?

YouTube-এ কোন কন্টেন্ট দেখানোর অনুমতি দেওয়া হয় এবং কোন কন্টেন্ট দেখানো যায় না তা আমাদের কমিউনিটির নির্দেশিকা থেকে জানতে পারবেন। এই নির্দেশিকা বয়স নির্বিশেষে সবার ক্ষেত্রে প্রযোজ্য। আপনি সন্তানের জন্য তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্ট সেট-আপ করে থাকলে, বিভিন্ন কন্টেন্ট সেটিংস-এর জন্য কোন কোন কন্টেন্ট উপযুক্ত হবে তা জানতে নীতি পড়ুন।

আমরা ব্যবহারকারীদের খুব ভাল অভিজ্ঞতা প্রদানের জন্য তৎপর থাকি এবং চেষ্টা করি যাতে অনুপযুক্ত কন্টেন্ট বাদ দেওয়া যায়, তবে কোনও অটোমেটিক সিস্টেমই পুরোপুরি সঠিকভাবে কাজ করে না। আপনি যেকোনও সময় নিজের সন্তানের জন্য অ্যাপে দেওয়া অনুমতি এবং কন্টেন্ট সেটিংস পরিবর্তন করতে পারবেন। YouTube-এ কোনও অনুপযুক্ত কন্টেন্ট খুঁজে পেলে, আপনি সেটি সম্পর্কে অভিযোগ জানাতে পারেন

কীভাবে তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্টের ক্ষেত্রে বিজ্ঞাপন পরিষেবা ম্যানেজ করা হয়?

বাচ্চাদের আরও ভালভাবে সুরক্ষিত করতে, নির্দিষ্ট কিছু বিভাগের বিজ্ঞাপন নিষিদ্ধ করা থাকে এবং পছন্দমতো বিজ্ঞাপন দেখানোর বিকল্প বন্ধ করা থাকে। "বাচ্চাদের জন্য তৈরি" কন্টেন্টের দর্শকরা হয়ত ভিডিও বিজ্ঞাপন শুরু হওয়ার আগে ও পরে একটি বিজ্ঞাপন বাম্পার দেখবেন। এই বাম্পার তাদের বুঝতে সাহায্য করবে যে বিজ্ঞাপন কখন শুরু ও শেষ হবে। আপনি YouTube Premium ফ্যামিলি প্ল্যান নিয়ে থাকলে, আপনার সন্তান বিজ্ঞাপন-মুক্ত কন্টেন্ট দেখার এবং সেই মেম্বারশিপের শেয়ার করা অনেক সুবিধা উপভোগ করতে পারবেন।

যেসব ভিডিওর ক্ষেত্রে ক্রিয়েটর জানিয়ে দিয়েছেন যে তার ভিডিওতে পেড প্রোডাক্ট প্লেসমেন্ট বা এন্ডোর্সমেন্ট আছে, সেগুলি YouTube-এ 'তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্টের' ব্যবহারকারীদের দেখানো হবে। 'বাচ্চাদের জন্য তৈরি' কন্টেন্টে এইসব ভিডিও দেখাতে হলে, এই ভিডিওগুলি যেন বিজ্ঞাপন নীতি মেনে চলে।

YouTube কীভাবে আমার সন্তানের গোপনীয়তা রক্ষা করে?

YouTube হল Google-এর অংশ এবং এটি Google-এর গোপনীয়তা নীতি এবং অন্যায় নীতি মেনে চলে। আপনার সন্তানের Google অ্যাকাউন্ট থেকে আমরা কোন ব্যক্তিগত তথ্য কেন সংগ্রহ করি, সেটি বোঝা যে আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ তা আমরা জানি। আমরা এটাও জানি যে কেন আমরা এটি সংগ্রহ করি এবং আপনি কীভাবে সেই তথ্য নিয়ন্ত্রণ করতে এবং মুছতে পারেন তা আপনার জানা দরকার। ১৩ বছরের (বা আপনার দেশ/এলাকায় প্রযোজ্য বয়সসীমা অনুযায়ী বয়স) কম বয়সী বাচ্চাদের Google অ্যাকাউন্ট ব্যবহার করা সম্পর্কে Google-এর গোপনীয়তা নীতি এবং আমাদের গোপনীয়তা বিজ্ঞপ্তিতে আমাদের গোপনীয়তা অনুশীলন সম্পর্কে বলা আছে।

আপনার সন্তান তার অ্যাকাউন্টে "YouTube-এ আপনার ডেটা" বিকল্প থেকে YouTube-এর গোপনীয়তা সেটিংস এবং কন্ট্রোল ম্যানেজ করতে এবং এইসব সেটিংস সম্পর্কে আরও জানতে পারবে। এই পৃষ্ঠায় আছে, তাদের ভিডিও এবং অ্যাক্টিভিটি ডেটার সংক্ষিপ্ত বিবরণ এবং এই ডেটা ম্যানেজ করা সংক্রান্ত সেটিংস। এছাড়াও, এই পৃষ্ঠায় YouTube-এ সন্তানের অভিজ্ঞতা উন্নত করতে এই ডেটা কীভাবে ব্যবহার করা হয় সে সম্পর্কে তথ্য দেওয়া থাকে। যেমন, তিনি কোন ভিডিও দেখেছেন তাকে মনে করিয়ে দেওয়া এবং সেই অনুযায়ী তাকে একই রকমের সাজেশন দেওয়া।

আপনার সন্তানের অ্যাকাউন্টের অভিভাবকীয় ম্যানেজার হিসেবে Family Link থেকে তার করা সার্চ বা দেখার ইতিহাস পজ করতে বা মুছে দিতে পারবেন। এছাড়াও YouTube-এ অভিভাবকীয় সেটিংস পৃষ্ঠায় গিয়ে ভিডিও দেখার ইতিহাস মুছে ফেলা যাবে।

স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্যও কী তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্ট উপলভ্য?

'তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্ট' বর্তমানে ব্যক্তিগত অ্যাকাউন্টের জন্য উপলভ্য। 'তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্ট' স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য উপলভ্য নেই। আপনি কীভাবে ডিভাইসে সাইন-ইন করে আছেন তার ভিত্তিতে আপনার YouTube ব্যবহার করা প্রভাবিত হতে পারে। তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্ট সম্পর্কে আরও জানুন।

YouTube-এ তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্টের জন্য কে উপযুক্ত?

আপনি নিজের ১৩ বছর কম বয়সী (বা আপনার দেশ/অঞ্চলের ক্ষেত্রে প্রযোজ্য বয়সসীমার থেকে কম) সন্তানের জন্য YouTube-এ 'তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্ট'সেট-আপ করতে পারবেন।

YouTube-এ তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্টের জন্য আপনি উপযুক্ত নন, যদি:

আমার সন্তান কি ভিডিওতে করা কমেন্ট দেখতে এবং কমেন্ট করতে পারবে?

যেসব বাচ্চার অ্যাকাউন্টে YouTube-এর সর্বাধিক সুবিধা বা 'আরও এক্সপ্লোর করো' কন্টেন্ট সেটিং চালু করা আছে, তারা YouTube ভিডিওতে করা কমেন্ট পড়তে পারবে, তবে নিজে থেকে কমেন্ট লিখতে পারবে না। 

আপনার সন্তানের তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্টের ক্ষেত্রে ভিডিওতে করা কমেন্ট কীভাবে কাজ করে

আপনার সন্তানের জন্য, শুধুমাত্র পড়া যায় এমন কমেন্ট সম্পর্কে জানুন

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
2663520701818308830
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false