পরিবারের সদস্যদের কথা মাথায় রেখে আপনার পছন্দমতো কন্টেন্ট দেখায়

YouTube Kids এবং YouTube ম্যানেজ করার অভিজ্ঞতা: পরিবারের জন্য দেখার বিকল্প

লেটেস্ট খবর, আপডেট ও পরামর্শ পেতে YouTube Viewers চ্যানেলে সাবস্ক্রাইব করুন।

YouTube-এ কোন ধরনের কন্টেন্ট আপনার পরিবারের দেখার উপযুক্ত হবে, তা আপনি বেছে নিতে পারবেন। YouTube-এ তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্ট এবং YouTube Kids অ্যাপ-এর মধ্যে পার্থক্যের ব্যাপারে জানতে, নিচে দেখানো চার্টটি ব্যবহার করুন।

তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্টের ক্ষেত্রে কোন কোন ফিচার বন্ধ করা হয়, তার ব্যাপারে নির্দিষ্ট তথ্য পেতে, YouTube-এ ম্যানেজ করা অভিজ্ঞতা বলতে কী বোঝায়? লিঙ্কটি দেখুন
  YouTube-এ তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্ট YouTube Kids
এটি কী?

সীমিত ফিচার এবং ডিজিটাল ওয়েল-বিয়িং সুরক্ষা সহ অভিভাবকের মাধ্যমে ম্যানেজ করা YouTube-এর একটি নিয়মিত ভার্সন। এতে প্রাক-কিশোর-কিশোরী ও তার চেয়ে বেশি বয়সীদের জন্য কন্টেন্ট সেটিংস-এর সুবিধাও পাওয়া যায়।

YouTube-এ ম্যানেজ করা অভিজ্ঞতা সম্পর্কে আরও জানুন

বাচ্চাদের আরও নিরাপদ ও সহজ অভিজ্ঞতা দিতে আলাদাভাবে একটি অ্যাপ তৈরি করা হয়েছে। অভিভাবক এবং বাচ্চাদের যারা দেখাশোনা করেন তাদের জন্য এখানে এমন কিছু টুল আছে, যার সাহায্যে তারা বাচ্চাদের উপযুক্ত কন্টেন্ট দেখাতে পারেন।

youtube.com/kids লিঙ্ক থেকে আরও জানুন।
এটি কাদের জন্য প্রযোজ্য? ১৩ (বা তার দেশ/অঞ্চলে প্রযোজ্য বয়স) বছরের কমবয়সী যেসব বাচ্চার অভিভাবক সিদ্ধান্ত নিয়েছেন যে তাদের সন্তানদের অভিভাবকের বেছে নেওয়া কন্টেন্ট সেটিং অনুযায়ী YouTube এক্সপ্লোর করতে দেবেন।

যেসব অভিভাবক বাচ্চাদের দেখার জন্য নিজেরাই কন্টেন্ট বেছে নিতে চান। যেসব বাচ্চাদের অভিভাবক ৩ ধরনের বয়স-ভিত্তিক কন্টেন্ট সেটিংসের উপর ভিত্তি করে বাচ্চাদের দেখার জন্য কন্টেন্ট বেছে নিতে চান:

  • প্রি-স্কুল (৪ বছর ও তার চেয়ে কম)
  • ছোট বাচ্চা (৫ থেকে ৮ বছর বয়সী)
  • বড় বাচ্চা (৯ থেকে ১২ বছর বয়সী)
আমার সন্তানের দেখার উপযুক্ত কতগুলি কন্টেন্ট উপলভ্য আছে?

আমাদের আলাদা YouTube Kids অ্যাপের থেকেও বেশি ভিডিও এবং মিউজিক এতে দেওয়া আছে।

উপলভ্য কন্টেন্টের পরিমাণ আপনার বেছে নেওয়া কন্টেন্ট সেটিং-এর উপর নির্ভর করে পরিবর্তিত হয় (ক্রমানুসারে):

  • ঘুরে দেখুন
  • আরও ঘুরে দেখুন
  • YouTube-এর সর্বাধিক সুবিধা

যেসব বাচ্চার অ্যাকাউন্টে 'আরও এক্সপ্লোর করো' বা YouTube-এর সর্বাধিক সুবিধা কন্টেন্ট সেটিং চালু করা আছে, তারা ভিডিওতে করা কমেন্ট পড়তে পারবে।

YouTube-এ তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্টের থেকে অনেক কম সংখ্যক ভিডিও এতে দেওয়া আছে।

উপলভ্য কন্টেন্টের পরিমাণ আপনার বেছে নেওয়া কন্টেন্ট সেটিং-এর উপর নির্ভর করে পরিবর্তিত হয় (ক্রমানুসারে):

  • প্রি-স্কুল (৪ বছর ও তার চেয়ে কম)
  • ছোট বাচ্চা (৫ থেকে ৮ বছর বয়সী)
  • বড় বাচ্চা (৯ থেকে ১২ বছর বয়সী)
প্রতিটি কন্টেন্ট সেটিংয়ের মধ্যে কী কী পার্থক্য আছে?

তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্ট সাধারণত কন্টেন্ট রেটিং অনুযায়ী ৯ ও ১৩ বছরের বেশি বয়সের দর্শক বা YouTube-এর বেশিরভাগ কন্টেন্টের জন্য উপযুক্ত কন্টেন্ট সেটিংস অফার করে। এর মধ্যে বয়স সংক্রান্ত বিধিনিষেধযুক্ত কন্টেন্ট থাকে না।

ম্যানেজ করা অভিজ্ঞতা ব্যবহার করা পরিবারের জন্য উপযুক্ত কন্টেন্ট সেটিংস সম্পর্কে আরও জানুন।

YouTube Kids অ্যাপের কন্টেন্ট সেটিংস বিভিন্ন বয়সের বাচ্চাদের জন্য উপযুক্ত ভিডিও দেখায়। 'প্রি-স্কুল' সেটিংয়ে ৪ বছর বা তার চেয়ে কম বয়সী বাচ্চাদের জন্য উপযুক্ত ভিডিও দেখানো হয়। 'ছোট বাচ্চা' সেটিংয়ে ৫ থেকে ৮ বছর বয়সী ছোট বাচ্চাদের জন্য উপযুক্ত ভিডিও দেখানো হয়। 'বড় বাচ্চা' সেটিংয়ে ৯ থেকে ১২ বছর বয়সীদের জন্য উপযুক্ত ভিডিও দেখানো হয়। তাছাড়া, বাচ্চাদের অ্যাক্সেস আছে এমন সব ভিডিও বেছে নিয়ে তাদের দেখানোর জন্য অভিভাবক প্রোফাইল নির্ধারণ করতে পারবেন।

YouTube Kids-এর কন্টেন্ট সেটিংস সম্পর্কে আরও জানুন।
আমার বাচ্চা নির্দিষ্টভাবে কোন কোন ভিডিও দেখবে তা কি আমি ঠিক করে দিতে পারি?

আপনার বাচ্চার জন্য Google অ্যাকাউন্টের কন্টেন্ট সেটিংস বেছে নিতে পারবেন, তারপরে প্ল্যাটফর্ম থেকে অনুপযুক্ত কন্টেন্ট সঠিকভাবে বাদ দেওয়ার জন্য YouTube কাজ করে।

মনে রাখবেন: অনুপযুক্ত কন্টেন্ট বাদ দেওয়ার সব রকম প্রচেষ্টা করলেও, অনেক সময় ভুল হয়ে যায়, কারণ আমাদের সিস্টেম নিখুঁত নয়। কিছু ভিডিও বাচ্চাদের জন্য উপযুক্ত নাও হতে পারে। YouTube-এর কোনও কন্টেন্ট আপনার অনুপযুক্ত মনে হলে, সেটির ব্যাপারে অভিযোগ জানাতে পারবেন।
নির্দিষ্টভাবে আপনার বাচ্চাকে যেসব ভিডিওর অ্যাক্সেস দিতে চান, শুধুমাত্র সেগুলি বেছে নিতে পারবেন। আরও জানুন
আমার বাচ্চার জন্য কীভাবে স্ক্রিন টাইমের সীমা সেট করব? আপনার বাচ্চার তত্ত্বাবধান করা ডিভাইসের জন্য স্ক্রিন টাইমের সীমা ম্যানেজ করতে, Google Family Link অ্যাপ ব্যবহার করুন। YouTube Kids অ্যাপ ব্যবহার করে সরাসরি স্ক্রিন টাইম সেটিংস নির্ধারণ করুন অথবা Google Family Link অ্যাপ ব্যবহার করে বাচ্চার জন্য স্ক্রিন টাইমের সীমা ম্যানেজ করুন।
আমার বাচ্চার জন্য কি কোনওGoogle অ্যাকাউন্ট তৈরি করতে হবে?

হ্যাঁ। আপনার ১৩ বছরের কম বয়সী (বা তার দেশ/অঞ্চলে প্রযোজ্য বয়স) বাচ্চার জন্য কীভাবে Google অ্যাকাউন্ট তৈরি করবেন তা জানুন। আপনি Family Link সহ বাচ্চার Google অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবেন।

না, কোনও Google অ্যাকাউন্ট তৈরি করতে হবে না।

YouTube-এ তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন তার ব্যাপারে আরও জানতে, তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্টের সাথে শুরু করুন লিঙ্ক দেখুন।

YouTube Kids সম্পর্কে আরও তথ্য পেতে, YouTube Kids-এর অভিভাবকীয় গাইড চেক করে দেখুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
17216659166003757086
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false