Google Maps-এ বিপর্যয়ের ব্যাপারে সতর্কতার মেসেজ

ম্যাপ ভিউয়ে বর্তমানে সক্রিয় কোনও বিপর্যয় দেখানো হলে, আপনি হয়ত ঘটনাটির ব্যাপারে আপডেট এবং নিরাপত্তা সংক্রান্ত তথ্য সহ একটি সতর্কতার মেসেজ পাবেন। বর্তমানে সক্রিয় বিপর্যয় বলতে দাবানল, বন্যা এবং ভূমিকম্পকে বোঝানো হয়।

ম্যাপে আপনি বিপর্যয়-সম্পর্কিত সতর্কতার মেসেজ দেখতে পাবেন, যদি:

  • দাবানল জ্বলতে থাকা কোনও এলাকা সার্চ করে সঠিক জুম লেভেল সেট করেন
  • এমন একটি নেভিগেশন রুট বেছে নেন যেটি বিপর্যয় সংঘটিত হওয়া এলাকার মধ্য দিয়ে গেছে

Use the crisis sheet

সতর্কতার মেসেজের মধ্যে, 'বিপর্যয়' আইকন বা সতর্কতা কার্ডে ট্যাপ করে বিপর্যয় বিষয়ক শিট বড় করে দেখুন।

তাছাড়া, এই শিট থেকে বিপর্যয়ের ব্যাপারে আরও বেশি তথ্য, আপডেট এবং সংবাদপত্রে প্রকাশিত নিবন্ধ পেতে পারেন।

Learn & share about the event

Under “About:”
  • Find a summary of the event and other event details.
  • To share the event, select Share .
  • To share the event’s location, select Share location.
Under “Help and information,” find a list of related external resources.

Report road closures to help others navigate

  1. Open the Google Maps App .
  2. Open the crisis sheet. Under “Navigation impact,” select Report road closure.
  3. Follow the on-screen instructions.

Send feedback about the crisis sheet

  1. Open the Google Maps App .
  2. Open the crisis sheet. Under “What do you think?” select Send feedback.
  3. Follow the on-screen instructions.

বিপর্যয়ের ব্যাপারে সতর্কতার মেসেজ বলতে আমরা কী বুঝি

বিপর্যয় চলাকালীন স্থানীয়, জাতীয় বা আন্তর্জাতিক কর্তৃপক্ষের থেকে পাওয়া জরুরি তথ্য সতর্কতার মেসেজের সাহায্যে সহজেই অ্যাক্সেস করা যায়। সেই তথ্য Google Maps-এ হাইলাইট করে দেখানো হয়। বিপর্যয় বিষয়ক তথ্যের উদাহরণের মধ্যে পড়ে জরুরি ফোন নম্বর, বিস্তারিত দেখার জন্য ওয়েবসাইট বা ম্যাপ ভিজ্যুয়ালাইজ করা।

Google Maps এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের ব্যাপারে সতর্কতার মেসেজ দেখায়:

  • ভূমিকম্প
  • বন্যা
  • হারিকেন বা টাইফুন 
  • ক্রান্তীয় ঝড়
  • দাবানল
সতর্কতা সংক্রান্ত মেসেজ খুলতে এবং বিপদের ব্যাপারে আরও বেশি তথ্য পেতে ম্যাপে দেখানো আইকন বেছে নিন।
Tip: Wildfire boundaries may not appear at all zoom levels.

সক্রিয় দাবানল সম্পর্কে তথ্য পান

আপনি Google Maps-এ একাধিক উপায়ে দাবানল সম্পর্কিত তথ্য খুঁজতে পারবেন। আপনার ম্যাপে এই তথ্য বিভিন্ন ফর্ম্যাটে দেখা যেতে পারে।
দাবানল সম্পর্কিত তথ্য খুঁজুন

বিভিন্ন উপায়ে সক্রিয় দাবানল সম্পর্কিত তথ্য আপনি ম্যাপে খুঁজে পেতে পারেন:

  • দাবানলের 'স্তর' বিকল্প চালু করুন: 'স্তর লেয়ার এবং তারপর দাবানল' বোতামে ট্যাপ করুন।
  • অগ্নিকাণ্ড সম্পর্কিত তথ্য সার্চ করুন: Google Maps-এর সার্চ বক্সে অগ্নিকাণ্ড সম্পর্কিত একটি কোয়েরি লিখুন, যেমন “দাবানল” বা অগ্নিকাণ্ডের স্বতন্ত্র কোনও নাম। 'স্তর' দেখতে 'ফলাফল' বিকল্পে ট্যাপ করুন।
  • অগ্নিকাণ্ডের সতর্কতা বিষয়ক ব্যানারে ট্যাপ করুন: সক্রিয় কোনও অগ্নিকাণ্ডের লোকেশন ম্যাপের দৃশ্যমান অংশের উপর ওভারল্যাপ করলে, Maps-এর 'হোম' স্ক্রিনে 'এক্সপ্লোর' শিটের মধ্যে একটি অগ্নিকাণ্ডের সতর্কতা বিষয়ক ব্যানার দেখা যাবে। 'স্তর' বিকল্প চালু করতে ব্যানারে ট্যাপ করুন।
পরামর্শ: শুধুমাত্র নির্দিষ্ট কিছু জুম লেভেলেই ম্যাপে দাবানল সংক্রান্ত তথ্য দেখতে পাওয়া যাবে। ম্যাপে উপলভ্য অগ্নিকাণ্ড সম্পর্কিত তথ্য দেখতে, ম্যাপকে বড় করে নিতে ভুলবেন না।
দাবানল সম্পর্কিত তথ্য বলতে কী বোঝায়

দাবানল-প্রভাবিত এলাকা আপনার ম্যাপে এইভাবে দেখানো হতে পারে:

  • 'দাবানল' আইকন  বা একটি ছোট লাল বৃত্ত হিসেবে
  • একটি লাল রঙের আকৃতি যার মাধ্যমে দেখানো হয় দাবানলে আনুমানিক কতখানি এলাকা প্রভাবিত হয়েছে

দাবানল-প্রভাবিত এলাকার ব্যাপারে আরও জানুন

পরামর্শ: কখনও কখনও সক্রিয় অগ্নিকাণ্ড স্তরের মাধ্যমে নাও দেখা যেতে পারে। 

অতিরিক্ত তথ্য পান

উপলভ্য হলে, কোনও নির্দিষ্ট ঘটনা সম্পর্কে আমরা আরও তথ্য প্রদান করব। অগ্নিকাণ্ডের সাথে সম্পর্কিত বিপর্যয় শিটে এই তথ্য তালিকাভুক্ত আছে এবং এর মধ্যে নিম্নলিখিত বিষয়গুলি পড়তে পারে:

  • স্থানীয় কর্তৃপক্ষের থেকে পাওয়া সহায়তা ও তথ্য
  • খবরের শিরোনাম
  • নিয়ন্ত্রণ সম্পর্কিত তথ্য

বিপর্যয় বিষয়ক তথ্যের শিট খুলতে, ম্যাপে দেখানো 'অগ্নিকাণ্ড' আইকনে ট্যাপ করুন।

দাবানল সম্পর্কিত তথ্যের উৎস

Google Maps দাবানলে প্রভাবিত এলাকা সংক্রান্ত ডেটা একত্রিত করার জন্য বিভিন্ন সোর্স ব্যবহার করে।

  • Google SOS Alerts: SOS Alerts-এর মূল লক্ষ্য হল বিপর্যয়ের সময় যাতে জরুরি তথ্য আরও সহজে অ্যাক্সেস করা যায়। আমরা ওয়েব, সোশ্যাল মিডিয়া এবং Google প্রোডাক্ট থেকে প্রাসঙ্গিক এবং নির্ভরযোগ্য কন্টেন্ট এক জায়গায় নিয়ে আসি, তারপর সেইসব তথ্য Search এবং Maps-এর মতো Google প্রোডাক্টে হাইলাইট করা হয়। SOS Alerts সম্পর্কে আরও জানুন
  • Google পাবলিক অ্যালার্ট: 'Google পাবলিক অ্যালার্ট' পৃথিবী জুড়ে বিভিন্ন কর্তৃপক্ষের থেকে সরাসরি নিরাপত্তা সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য অ্যাক্সেস করার সুবিধা দেয়। 'পাবলিক অ্যালার্ট'-এ কারা তথ্য দেয় সেই সম্পর্কে আরও জানুন
  • ন্যাশনাল ইন্টার-এজেন্সি ফায়ার সেন্টার (NIFC): NIFC-এর তরফ থেকে দাবানলে প্রভাবিত এলাকা সম্পর্কিত অনেক তথ্য ওয়াইল্ডল্যান্ড ফায়ার ইন্টার-এজেন্সি জিওস্পেশিয়াল সার্ভিসেস (WFIGS)-এর মাধ্যমে দেওয়া হয়। এই অগ্নিকান্ডগুলি ম্যাপে এক একটি পয়েন্টের মাধ্যমে বোঝানো হয় যা ওই অগ্নিকান্ডের উৎস হিসেবে রিপোর্ট করা পয়েন্টকে চিহ্নিত করে। এই ধরনের কিছু অগ্নিকাণ্ডের ঘটনা “পরিকল্পিত অগ্নিকাণ্ড” হিসেবে লেবেল করা হতে পারে যা 'নির্ধারিত অগ্নিকাণ্ড' বা 'নিয়ন্ত্রিত অগ্নিসংযোগ' নামেও পরিচিত। এগুলি জঙ্গল পরিষ্কার করতে এবং দাবানল রুখতে প্রয়োগ করা হয়। অগ্নিকাণ্ডের ঘটনা পাঁচ একরের মধ্যে সীমাবদ্ধ থাকলে তা ম্যাপে দেখানো হয় না।

অগ্নিকাণ্ড ঘটলে আপনি লাল রঙের একটি আউটলাইন দেখতে পাবেন। অগ্নিকাণ্ডের জন্য আনুমানিক কতটা এলাকা প্রভাবিত হয়েছে তা এই আউটলাইনের মাধ্যমে দেখানো হয়। সীমানা নির্ধারক ম্যাপ সম্পর্কে আরও জানুন

এছাড়াও, Google এখান থেকে ডেটা সংগ্রহ করে:

  • ন্যাশনাল ওসিয়ানিক এবং অ্যাটমস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন (NOAA)
  • ন্যাশনাল মিটিয়োরোলজিক্যাল স্যাটেলাইট সেন্টার (NMSC)
  • জাপান মিটিয়োরোলজিক্যাল এজেন্সি (JMA)

Google Maps-এর দাবানল সংক্রান্ত তথ্য আনুমানিক হিসেবে দেখানো হয়। একটি প্রকৃত অগ্নিকাণ্ডের আউটলাইন এবং Maps-এ দেখানো অগ্নিকাণ্ডের আউটলাইনের মধ্যে বেশ কিছু মাইলের পার্থক্য হতে পারে। বাস্তবিক পরিস্থিতি জানতে অফিসিয়াল সোর্স চেক করুন।

অগ্নিকাণ্ড সম্পর্কে সতর্কতা তৈরি করার জন্য আমরা কোন কোন ডেটা ব্যবহার করি?

অগ্নিকাণ্ড সম্পর্কে সতর্কতা তৈরি করতে, আগুন কতটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে তা রিয়েল-টাইম স্যাটেলাইট ইমেজ থেকে ট্র্যাক করার জন্য আমরা ডিপ লার্নিং মডেল প্রয়োগ করি। মডেলটি থার্ড-পার্টি স্যাটেলাইট থেকে পাওয়া হাইপারস্পেকট্রাল ইমেজের সুপার-রেজোলিউশন ইমেজ ফিউশনের উপর নির্ভর করে তৈরি করা হয়, যার মধ্যে অন্তর্ভুক্ত:

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
2989448463939189991
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
76697
false
false