Google Maps-এ আপনার কন্ট্রিবিউশন কে ম্যানেজ করেন তা কন্ট্রোল করা

গুরুত্বপূর্ণ: Google Maps-এ দেওয়া রিভিউ, ফটো, রেটিং সবাই দেখতে পাবে। Maps-এ আপনি রিভিউ, ফটো বা রেটিং পোস্ট করলে তা কারও থেকে গোপন রাখতে পারবেন না। কীভাবে রিভিউ লিখবেন বা কোনও জায়গাকে রেটিং দেবেন সেই বিষয়ে আরও জানুন

অবদান সম্পর্কে জানুন

আপনার প্রোফাইলে যে কেউ 'সর্বজনীন অবদান' দেখতে পাবেন।

Maps-এর যেসব তথ্য সবাই দেখতে পাবেন:

  • নাম, ফটো ও বায়োগ্রাফি
  • Maps-এ আপনার দেওয়া রিভিউ, ফটো, প্রকাশ করা তালিকা এবং রেটিং
  • 'আপনার অবদানে' লাইক ও ভিউয়ের সংখ্যা
  • স্থানীয় গাইড হিসেবে আপনার লেভেল, পয়েন্ট, ব্যাজ এবং অবদানের সংখ্যা

পরামর্শ: আপনার 'সর্বজনীন অবদানগুলি' আপনার প্রোফাইলে অটোমেটিক দেখা যাবে। আপনি যেকোনও সময়ে প্রোফাইল সেটিংস পরিবর্তন করতে পারবেন।

প্রোফাইল সেটিংস আপডেট করে আপনি Google Maps-এ আপনার প্রকাশ করা কন্ট্রিবিউশন এবং পোস্ট সীমিত করতে পারবেন। নিজের কন্ট্রিবিউশন সীমিত করার পর, আপনার পর্যালোচনা, ফটো এবং সর্বজনীন প্রোফাইলে পোস্ট করা অন্যান্য কন্টেন্ট নতুন ফলোয়াররা দেখতে পাওয়ার আগে, আপনাকে তাদের অনুমোদন করতে হবে।

প্রোফাইল দৃশ্যমানতা সেটিংস আপডেট করুন

  1.  আপনার Android ফোন বা ট্যাবলেটে Google Maps অ্যাপ খুলুনMaps
  2. স্ক্রিনের উপরে ডান দিকে আপনার প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
  3. ট্যাপ করুন সেটিংস এবং তারপর ব্যক্তিগত কন্টেন্ট এবং তারপর প্রোফাইল গোপনীয়তা
  4. এই পরিবর্তনের মাধ্যমে আপনার প্রোফাইলকে সীমিত করুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
6046561752040628469
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
76697
false
false