Google Maps-এ রিভিউ ও ফটো যোগ করা ও ব্যাজ অর্জন করা

Google Maps অ্যাপ ব্যবহার করে রিভিউ লেখা ও ফটো যোগ করা চালিয়ে গেলে, আপনি বিশেষ ব্যাজ অর্জন করতে পারবেন। এইসব ব্যাজ চিরদিনের জন্যই আপনার অধিকারে থাকে এবং আপনার Google Maps প্রোফাইল দেখা প্রত্যেক ব্যক্তিই এইসব ব্যাজ দেখতে পান। Maps-এ যোগ করা চালিয়ে গিয়ে আরও উচ্চ-লেভেলের ব্যাজ অর্জন করুন।

ব্যাজের ধরন ব্যাজের নাম এই ব্যাজ অর্জন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা
Novice Reviewer badge

 

শিক্ষানবিশ পর্যালোচক

 

  • ৩টি জায়গার বিষয়ে রিভিউ লিখতে হবে
Expert Reviewer badge

 

দক্ষ পর্যালোচক

 

  • ২৫টি জায়গার বিষয়ে রিভিউ লিখতে হবে
  • ৫টি জায়গার বিষয়ে রিভিউ লিখতে হবে যেগুলির প্রত্যেকটিতে ২০০টি অক্ষরের চেয়ে বেশি থাকতে হবে
  • আপনার লেখা প্রতিটি রিভিউতে ৫টি লাইক পেতে হবে
Master Reviewer badge

 

পারদর্শী পর্যালোচক

 

  • ১০০টি জায়গার বিষয়ে রিভিউ লিখতে হবে
  • ৫০টি জায়গার বিষয়ে রিভিউ লিখতে হবে যেগুলির প্রত্যেকটিতে ২০০টি অক্ষরের চেয়ে বেশি থাকতে হবে
  • আপনার লেখা প্রতিটি রিভিউতে ৫০টি লাইক পেতে হবে
Novice Photographer badge

 

শিক্ষানবিশ ফটোগ্রাফার

 

  • ৩টি জায়গার ফটো যোগ করতে হবে
Expert Photographer Badge

 

দক্ষ ফটোগ্রাফার

 

  • ২৫টি জায়গার ফটো যোগ করতে হবে
  • ১০০টি ফটো যোগ করতে হবে 
  • ১০০,০০০-এর বেশি ভিউ পেতে হবে
Master Photographer badge

 

পারদর্শী ফটোগ্রাফার

 

  • ১০০টি জায়গার ফটো যোগ করতে হবে
  • ১,০০০টি ফটো যোগ করতে হবে 
  • ১,০০০,০০০-এর বেশি ভিউ পেতে হবে

 

নোভিস ডিরেক্টর

  • ৩টি জায়গার ভিডিও যোগ করতে হবে

 

এক্সপার্ট ডিরেক্টর

 

  • ২৫টি জায়গার ভিডিও যোগ করতে হবে
  • ১০০টি ভিডিও যোগ করতে হবে 
  • ১০০,০০০-এর বেশি ভিউ পেতে হবে

 

মাস্টার ডিরেক্টর

 

  • ১০০টি জায়গার ভিডিও যোগ করতে হবে
  • ১,০০০টি ভিডিও যোগ করতে হবে 
  • ১,০০০,০০০-এর বেশি ভিউ পেতে হবে
Novice Trailblazer badge

 

শিক্ষানবিশ পথপ্রদর্শক

 

  • ১টি জায়গার প্রথম ফটো যোগ করতে হবে
  • ১টি জায়গার প্রথম রিভিউ লিখতে হবে
  • ১টি অনুমোদিত জায়গা যোগ করতে হবে 
Expert Trailblazer badge

 

দক্ষ পথপ্রদর্শক

 

  • ১০টি জায়গার প্রথম ফটো যোগ করতে হবে
  • ১০টি জায়গার প্রথম রিভিউ লিখতে হবে
  • ১০টি অনুমোদিত জায়গা যোগ করতে হবে
Master Trailblazer badge

 

পারদর্শী পথপ্রদর্শক

 

  • ৫০টি জায়গার প্রথম ফটো যোগ করতে হবে
  • ৫০টি জায়গার প্রথম রিভিউ লিখতে হবে
  • ৫০টি অনুমোদিত জায়গা যোগ করতে হবে
Novice Fact Finder badge

 

শিক্ষানবিশ তথ্য সন্ধানী

 

  • ৩টি অনুমোদিত এডিট সাজেস্ট করতে হবে
  • ২৫টি প্রশ্নের উত্তর দিতে হবে
Expert Fact Finder badge

 

দক্ষ তথ্য সন্ধানী

 

  • ২৫টি অনুমোদিত এডিট সাজেস্ট করতে হবে
  • ২৫০টি প্রশ্নের উত্তর দিতে হবে
Master Fact Finder badge

 

পারদর্শী তথ্য সন্ধানী

 

  • ১০০টি অনুমোদিত এডিট সাজেস্ট করতে হবে
  • ১,০০০টি প্রশ্নের উত্তর দিতে হবে

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
4872800049656962846
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
76697
false
false