নতুন জায়গা ও অভিজ্ঞতা খুঁজে দেখা

আপনার পছন্দের অঞ্চলগুলির বিভিন্ন জায়গা ও ইভেন্টের ব্যাপারে জানতে, Google Maps চেক করুন। আপনি এখানে ব্যক্তিগত সাজেশন, সাম্প্রতিক রিভিউ ও বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় জায়গাগুলি দেখতে পাবেন। এই তথ্যে, আমাদের পার্টনার, ব্যবহারকারী বা সর্বজনীন ওয়েবসাইটের মতো বিভিন্ন সোর্স থেকে নেওয়া কন্টেন্ট থাকতে পারে।

পরামর্শ: কোনও কন্টেন্ট আমাদের কন্টেন্ট নীতি বা প্রযোজ্য আইন লঙ্ঘন করছে বলে দেখা গেলে, Google সেই কন্টেন্ট সরিয়ে দিতে পারে। Google Maps-এর 'আপডেট' বিভাগে দেখানো ফলাফলকে অন্যান্য কোম্পানির করা পেমেন্টের মাধ্যমে প্রভাবিত করা যায় না। Google Maps-এ দেখানো পেড কন্টেন্টের সাথে লেবেল যোগ করা থাকে।

Google Maps-এ কী কন্টেন্ট দেখানো হবে তা প্রভাবিত করতে আমরা লোকেশন ইতিহাস, ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি থেকে নেওয়া পছন্দমতো সাজিয়ে নেওয়া সিগন্যাল ব্যবহার করি। লোকেশন ইতিহাসের ব্যাপারে আরও জানুন এবং ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি-এর ব্যাপারে ও কীভাবে এগুলি বন্ধ করতে হয় তাও জানুন।

 গুরুত্বপূর্ণ: এই ফিচার সব দেশে উপলভ্য নেই।

মনে রাখবেন: এই ফিচারটি সব জায়গায় উপলভ্য নয়।

আপনার জন্য সাজেস্ট করা জায়গা দেখুন

  1. আপনার Android ফোনে, Google Maps অ্যাপ Maps খুলুন।
  2. At the bottom, tap আপডেট Updates.
  3. "ফলো করছেন" বিকল্পের মধ্যে, আপনার এলাকার বিভিন্ন জায়গা এবং ইভেন্ট সম্বন্ধে সাজেশন ও আপডেট পাবেন।

সাজেস্ট করা জায়গা এক্সপ্লোর করুন

  • নতুন ও আকর্ষণীয় কী হচ্ছে তা জানার জন্য স্ক্রল করে আপডেটগুলি দেখুন।
  • জায়গাটি কোথায় অবস্থিত তা দেখতে, কার্ডের উপরে ডানদিকের কোণে থাকা Map Map বিকল্পে ট্যাপ করুন।
  • When you find a place you want to visit, tap Want to go Want to go. It will be saved in your "Want to go" list.
  • "যেতে চাই" তালিকা দেখতে, সেভ করা হয়েছে জায়গা সেভ করুন বিকল্পে ট্যাপ করুন। "আপনার তালিকা"-র অধীনে যেতে চাই Want to Go বিকল্পে ট্যাপ করুন।

Where suggestions & updates come from

যেসব আশেপাশের এলাকা, শহর ও অঞ্চল আপনি পছন্দ করেন বলে আমাদের মনে হয়, সেইসব জায়গা ও অভিজ্ঞতার ব্যাপারে আপনাকে Google Maps-এ সাজেশন পাঠানো হবে। লোকেশন ইতিহাস, আপনার সেভ করা বাড়ি ও কর্মস্থল ও Maps-এ আপনার করা অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে এইসব সাজেশন দেখানো হয়। এইসব সাজেশন, আপনার পছন্দ অনুযায়ী জায়গা ও ইভেন্ট সময়মতো হওয়া তার প্রাসঙ্গিকতার উপর ভিত্তি করে র‌্যাঙ্ক করা হয়।

'আপডেট' বিভাগে নিম্নলিখিত বিষয়ে আপডেট দেখানো হয়:

  • আপনার ফলো করা লোকজন ও ব্যবসা
  • যেসব জায়গার আপনি পছন্দ করবেন বলে Google Maps মনে করে

Select areas you're interested in

  1. আপনার Android ফোনে, Google Maps অ্যাপ Maps খুলুন।
  2. নিচে, আপডেট Updates বিকল্পে ট্যাপ করুন।
  3. স্ক্রল করে সাজেশন কার্ডে যান, তারপরে 'আরও আরও এবং তারপর এলাকা সংক্রান্ত পছন্দ ম্যানেজ করুন' বিকল্পে ট্যাপ করুন।
    পরামর্শ: যেসব এলাকা সম্পর্কে আপনার আগ্রহ আছে বা নেই তার তালিকা তৈরি করতে পারেন।
  4. কোনও একটি বিকল্প বেছে নিন:
    • এই তালিকা থেকে কোনও এলাকা সরাতে, 'সরান' Remove বিকল্পে ট্যাপ করুন।
    • নতুন এলাকা যোগ করতে, এলাকা যোগ করুন বিকল্পে ট্যাপ করুন এবং ম্যাপ সরান।
    • এলাকা বেছে নিন বিকল্পে ট্যাপ করুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
16686611927328066977
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
76697
false
false