Google Maps অ্যাপে আপনার গাড়ির আইকন বেছে নেওয়া

Google Maps-এর কিছু অংশ পরিবর্তন করতে পারবেন এবং দিকনির্দেশের সময় কোন আইকন দেখা যাবে সেটি বেছে নিতে পারবেন। আপনি দিকনির্দেশ পাওয়ার পরে, নীল রঙের তীরচিহ্ন পরিবর্তন করে গাড়ির আইকন বেছে নিতে পারবেন। যেকোনও সময় আপনি বদল করে তীরচিহ্ন ব্যবহার করতে পারবেন।

গাড়ির আইকন বেছে নিন

  1. আপনার Android ডিভাইসে Google Maps অ্যাপ খুলুন।
  2. নেভিগেশন শুরু করুন। কীভাবে নেভিগেট করে কোনও জায়গায় যাবেন তা জানুন
  3. নীল রঙের তীরচিহ্নে ট্যাপ করুন অথবা আপনি যদি আইকন বদলে দিয়ে থাকেন, তাহলে গাড়িতে ট্যাপ করুন।
  4. আপনি যে আইকন ব্যবহার করতে চান সেটি ট্যাপ করুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
15000951605536238175
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
76697
false
false