লোকেশন শেয়ারিং বিজ্ঞপ্তি পান

কোনও ব্যক্তি আপনার সাথে নিজের লোকেশন শেয়ার করলে, বাড়ি বা অফিসের মতো নির্দিষ্ট লোকেশনে কখন তিনি পৌঁছান বা সেখান থেকে বেরিয়ে আসেন সেটি জানতে আপনি লোকেশন শেয়ারিং বিজ্ঞপ্তি যোগ করতে পারবেন। 

আপনি যেকোনও সময়ে আপনার লোকেশন শেয়ার করা বা এইসব বিজ্ঞপ্তি বন্ধ করতে পারবেন। 'লোকেশন শেয়ারিং' বন্ধ হয়ে গেলেই বিজ্ঞপ্তি বন্ধ হয়ে যায়। লোকেশন শেয়ারিং বিজ্ঞপ্তি নির্দিষ্ট কিছু অ্যাকাউন্টের জন্য এবং লিঙ্কের সাহায্যে শেয়ার করার সুবিধা উপলভ্য নেই।

লোকেশন শেয়ারিং বিজ্ঞপ্তি পেতে, Google Maps বিজ্ঞপ্তি চালু করুন

লোকেশন শেয়ারিং বিজ্ঞপ্তি যোগ করা

  1. আপনার ফোন বা ট্যাবলেটে, Google Maps অ্যাপ Maps খুলুন।
  2. আপনার 'প্রোফাইল ছবি বা নামের প্রথম অক্ষর অ্যাকাউন্ট সার্কেল এবং তারপর লোকেশন শেয়ারিং' বিকল্পে ট্যাপ করুন।
  3. যে ব্যক্তি তার লোকেশন আপনার সাথে শেয়ার করেছেন তার প্রোফাইলে ট্যাপ করুন।
  4. “বিজ্ঞপ্তি” বিভাগে গিয়ে, 'যোগ করুন' বিকল্পে ট্যাপ করুন।
  5. “একটি লোকেশন বেছে নিন” বিকল্পে গিয়ে 'একটি ঠিকানা বেছে নিন অথবা লোকেশন যোগ করুন ' বিকল্পে ক্লিক করুন।
  6. একটি নতুন লোকেশন বেছে নিতে, সার্চ বারে একটি ঠিকানা লিখুন অথবা ম্যাপে বেছে নিন বিকল্পে ক্লিক করুন।
  7. লোকেশন সেট করতে, স্ক্রিনে আঙুল একটি জায়গা থেকে অন্য একটি জায়গায় নিয়ে যান।
  8. হয়ে গেছে বিকল্পে ক্লিক করুন।
  9. আপনি কখন বিজ্ঞপ্তি পেতে চান সেটি বেছে নিন:
    • প্রতিবার যখন তারা নির্দিষ্ট জায়গায় পৌঁছান: এই বিকল্প তখন বেছে নিন যখন নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর পর আপনার প্রতিবার বিজ্ঞপ্তি পেতে হবে।
    • প্রতিবার যখন তারা নির্দিষ্ট জায়গায় থেকে চলে যান: এই বিকল্প তখন বেছে নিন যখন নির্দিষ্ট জায়গা থেকে চলে গেলে আপনার প্রতিবার বিজ্ঞপ্তি পেতে হবে।
  10. সেভ করুন বিকল্পে ক্লিক করুন।

আপনার সাথে যে ব্যক্তি তার লোকেশন শেয়ার করেছেন, তিনি একটি ইমেল পাবেন যে আপনি এই বিজ্ঞপ্তি যোগ করেছেন। তার Google Maps বিজ্ঞপ্তি চালু থাকলে, তিনি একটি পুশ বিজ্ঞপ্তিও পাবেন।

আপনার সাথে নিজের লোকেশন শেয়ার করেছেন এমন প্রত্যেকের জন্য আপনি সর্বাধিক ৫টি লোকেশন শেয়ারিং বিজ্ঞপ্তি যোগ করতে পারবেন।

লোকেশন শেয়ারিং বিজ্ঞপ্তি বন্ধ করা

আপনি কখন এসে পৌঁছেছেন অথবা নির্দিষ্ট লোকেশন ছেড়ে বেরিয়ে এসেছেন সেটি জানতে কোনও ব্যক্তি বিজ্ঞপ্তি পাওয়ার সুবিধা যোগ করলে আপনি সেটি বন্ধ করে দিতে পারবেন। এর জন্য সেই ব্যক্তির যোগ করা অন্যান্য বিজ্ঞপ্তি যা বর্তমানে চালু আছে, সেটিও বন্ধ হয়ে যাবে। আপনি বিজ্ঞপ্তি বন্ধ করে দিয়েছেন, সেটি জানানো হবে না এবং আপনি তাদের সাথে লোকেশন শেয়ার করা চালিয়ে যেতে পারবেন। আপনি চালু না করা পর্যন্ত বিজ্ঞপ্তি বন্ধ থাকবে। এমনকি শেয়ারিং আবার চালু করলে এবং বন্ধ করলেও এটি একই থাকবে। যেকোনও সময়ে আপনার লোকেশন শেয়ার করার সুবিধা বন্ধ করলে এইসব বিজ্ঞপ্তিও অটোমেটিক বন্ধ হয়ে যাবে।

  1. https://myaccount.google.com/locationsharing লিঙ্কে যান।
  2. “লোকেশন শেয়ারিং বিজ্ঞপ্তির অনুমতি দিন” বিকল্প বন্ধ করুন।

লোকেশন শেয়ারিং বিজ্ঞপ্তি সংক্রান্ত সমস্যার সমাধান করা

আপনার জন্য লোকেশন শেয়ারিং বিজ্ঞপ্তি উপলভ্য না থাকলে, নিচে উল্লেখ করা কারণ হতে পারে:

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
17429422488368364717
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
76697
false
false