পিসি (PC)-এর জন্য, Google Play Games বিটা ভার্সনের উন্নত সেটিংস পরিবর্তন করা

পিসি (PC)-এর জন্য, Google Play Games বিটা ভার্সনে গিয়ে ডেভেলপার সেটিংসের মতো কিছু উন্নত সেটিংস অ্যাডজাস্ট করতে পারবেন।

গুরুত্বপূর্ণ: আপনি উন্নত সেটিংস পরিবর্তন করলে, পিসি (PC)-তে Google Play Games বিটা ভার্সনে আপনার সমস্যা হতে পারে।

  1. আপনার কম্পিউটারে, পিসি (PC)-তে Google Play Games বিটা ভার্সন  খুলুন।
  2. আপনার ডানদিকে একদম উপরে, আপনার গেমারের নাম ক্লিক করুন।
  3. 'সেটিংস Settings' বিকল্পে ক্লিক করুন।
  4. “সম্পর্কে” ৭ বার অ্যাপ ভার্সন নম্বর-এ ক্লিক করুন।
  5. চালিয়ে যান বিকল্পে ক্লিক করুন।
  6. “উন্নত সেটিংস" মেনুতে, সেইসব সেটিংসে যান যাতে আপনি পরিবর্তন করতে চান।
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
15544175680753150386
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
84680
false
false