আপনার Google অ্যাকাউন্ট মোছা

পনি যেকোনও সময়ে নিজের Google অ্যাকাউন্ট মুছে দিতে পারবেন। আপনি মত পরিবর্তন করলে, একটি নির্দিষ্ট সময়ের পরে এটি হয়ত আর ফিরিয়ে আনতে পারবেন না।

ধারা ১: আপনার অ্যাকাউন্ট মুছে দেওয়ার অর্থ কী তা জানুন

  • আপনি ইমেল, ফাইল, ক্যালেন্ডার এবং ফটোর মতো সেই অ্যাকাউন্টের সমস্ত ডেটা এবং কন্টেন্ট আর অ্যাক্সেস করতে পারবেন না।
  • আপনি সেই অ্যাকাউন্ট দিয়ে Gmail, Drive, Calendar অথবা Play-এর মত যেসব Google পরিষেবায় সাইন-ইন করেন সেগুলি আর অ্যাক্সেস করতে পারবেন না।
  • আপনার সাবস্ক্রিপশন এবং YouTube বা Google Play-তে সেই অ্যাকাউন্ট দিয়ে কেনা কন্টেন্ট যেমন অ্যাপ, সিনেমা, গেম, মিউজিক এবং টিভি শো আর অ্যাক্সেস করতে পারবেন না।

আরও ডেটা এবং কন্টেন্ট মুছে যাবে

আপনি যদি কোনও Android ডিভাইস ব্যবহার করেন

আপনার ডিভাইসে কিছু অ্যাপ এবং পরিষেবা আর ব্যবহার করতে পারবেন না।

Google Play

  • Play Store থেকে অ্যাপ বা গেম পাবেন না ও আপডেট করতে পারবেন না।
  • আপনার কেনা মিউজিক, সিনেমা, বই অথবা ম্যাগাজিন ব্যবহার করতে পারবেন না।
  • অন্য যেকোনও জায়গা থেকে কেনা কোনও মিউজিক এবং Google Play-তে যোগ করা মিউজিকে অ্যাক্সেস হারাবেন।
  • আপনি হয়ত নিজের গেমের অগ্রগতি, কৃতিত্ব এবং অন্য Google Play ডেটা আপনার অ্যাকাউন্ট থেকে অ্যাক্সেস করতে পারবেন না।

পরিচিতি

যেসব পরিচিতি আপনার ডিভাইসে আলাদা করে স্টোর করা হয় না, শুধু আপনার Google অ্যাকাউন্টে সেভ করা হয় সেগুলির অ্যাক্সেস হারাবেন।

Drive

  • Drive-এ ডেটা সেভ হবে না। এই ডেটাতে আপনার ডিভাইস দিয়ে তোলা ফটো বা ইমেল থেকে ডাউনলোড করা ফাইল অন্তর্ভুক্ত।
  • আপনি মুছে দেওয়া অ্যাকাউন্ট থেকে ফাইল ডাউনলোড করতে বা সেই অ্যাকাউন্টে ফাইল আপলোড করতে পারবেন না।
আপনি যদি Chromebook ব্যবহার করেন

মুছে ফেলা অ্যাকাউন্টের জন্য কোনও Chrome অ্যাপ বা এক্সটেনশন ব্যবহার করতে পারবেন না।

আপনি এখনও এগুলি করতে পারবেন:

  • অন্য কোনও ব্যক্তিকে সাময়িকভাবে আপনার Chromebook ব্যবহার করতে দেওয়া
  • মুছে ফেলা হয়নি এমন Google অ্যাকাউন্টের মাধ্যমে সাইন-ইন করা

আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে

Before you delete a hacked or compromised account, consider using Security Checkup to learn more about what parts of your account were accessed without your permission. That way, you can take steps to reduce further harm caused by the hacker. For example, if you:

  • Save passwords in your Google Account, you can find out if they were accessed so you know if they need to be changed. 

  • Save contacts in your Google Account, you can find out if they were downloaded so you can let contacts know if they should watch out for suspicious messages.

  • Use Google Wallet for transactions, you can check if there are any unauthorized payments so that you can dispute them.

গুরুত্বপূর্ণ: আপনার অ্যাকাউন্ট মুছে দেওয়া হলে, সেই অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি পর্যালোচনা করার জন্য আর 'নিরাপত্তা যাচাই' ব্যবহার করতে পারবেন না।

ধাপ ২: আপনার তথ্য পর্যালোচনা ও ডাউনলোড করুন

আপনার অ্যাকাউন্ট মুছে দেওয়ার আগে :

ধাপ ৩: আপনার অ্যাকাউন্ট মুছে দিন

মনে রাখবেন: আপনার একটির বেশি Google অ্যাকাউন্ট থাকলে, একটি মুছে দিলেও অন্যগুলি মুছে যাবে না।

  1. Go to the Data & Privacy section of your Google Account.
  2. Scroll to "Your data & privacy options."
  3. Select More options এবং তারপর Delete your Google Account.
  4. Follow the instructions to delete your account.

আপনার Google অ্যাকাউন্ট থেকে অন্যান্য পরিষেবা সরিয়ে দিন

আপনার ডিভাইস থেকে একটি Google অ্যাকাউন্ট সরিয়ে দিন

মুছে না ফেলে আপনার ডিভাইস থেকে কোনও অ্যাকাউন্ট সরাতে, নিচের নির্দেশাবলী অনুসরণ করুন। আপনার ডিভাইস খুঁজে না পেলে, প্রস্তুতকারীর সহায়তা সাইটে যান।

আপনার অ্যাকাউন্ট আগের অবস্থায় ফিরিয়ে আনুন

আপনি মত পরিবর্তন করলে বা ভুলবশত নিজের অ্যাকাউন্ট মুছে ফেললে, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এটি হয়ত ফিরিয়ে আনতে পারবেন। কীভাবে আপনার অ্যাকাউন্ট ফিরিয়ে আনবেন তা জানুন

true
Google অ্যাকাউন্টে স্বাগত!

আমরা দেখেছি যে আপনার নতুন Google অ্যাকাউন্ট তৈরি হয়েছে! আপনার Google অ্যাকাউন্ট চেকলিস্টের মাধ্যমে কীভাবে আপনার অভিজ্ঞতা উন্নত করতে হয় জানুন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
16002963503658134302
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
70975
false
false