বিশ্বস্ত কম্পিউটার যোগ করা বা সরানো

প্রতিবার আপনার Google অ্যাকাউন্টে সাইন-ইন করার সময়, ২-ধাপে যাচাইকরণ কোড লিখতে বা নিরাপত্তা 'কী' ব্যবহার করতে না চাইলে, আপনি কম্পিউটার বা মোবাইল ডিভাইসকে 'বিশ্বস্ত' হিসেবে চিহ্নিত করে রাখতে পারেন। আপনি বিশ্বস্ত কম্পিউটার ও ডিভাইস ব্যবহার করলে, প্রতিবার সাইন-ইন করার সময় আপনাকে যাচাইকরণ কোড লিখতে হবে না।

বিশ্বস্ত কম্পিউটার ও ডিভাইস যোগ করা

  1. আপনার বিশ্বস্ত কম্পিউটার বা ডিভাইসে সাইন-ইন করুন।
  2. আপনি যাচাইকরণ কোড লিখলে, এই কম্পিউটারে আবার জিজ্ঞাসা করবেন না বিকল্প বেছে নিন।

আপনাকে বিশ্বস্ত ডিভাইসে '২-ধাপে যাচাইকরণ' ফিচার ব্যবহার করার জন্য বলা হয়

"এই কম্পিউটারে আবার জিজ্ঞাসা করবেন না"-এর পাশের বক্স টিকচিহ্ন দিলেও, আপনাকে হয়ত '২-ধাপে যাচাইকরণ' ফিচারে সাইন-ইন করার জন্য বলা হতে পারে। সাধারণত, এটি হওয়ার কারণ হল, Chrome বা Firefox-এ কুকি চালু করা হয় না বা ব্রাউজার একটি বিশেষ সময়ের পরে কুকি মুছে দেওয়ার জন্য সেট করা হয়।

আপনি ২-ধাপে যাচাইকরণ কোড লিখতে না চাইলে অথবা প্রতিবার সাইন-ইন করার সময় নিরাপত্তা কী ব্যবহার করতে না চাইলে এইসব ধাপ ব্যবহার করে দেখুন:

  1. আপনার ব্রাউজারের কুকি সেটিংস এডিট করুন। আপনি নিজের ব্রাউজার কুকি সেভ করার জন্য সেট করতে পারেন অথবা [*.]google.com যোগ করে Google অ্যাকাউন্টের কুকির জন্য কোনও একটি ব্যতিক্রম যোগ করতে পারবেন। আপনার সেটিংস কীভাবে এডিট করবেন সেই সম্পর্কে আরও তথ্য পেতে নিচে উল্লেখ করা ব্রাউজার থেকে আপনি যে ব্রাউজার ব্যবহার করেন তা বেছে নিন:
  2. ব্যক্তিগত ব্রাউজিং বন্ধ করুন। ছদ্মবেশী উইন্ডো আপনার কম্পিউটারে অন্য ব্রাউজার সেশন থেকে কুকি ব্যবহার করতে পারবে না। সাইন-ইন করতে, কোনও একটি সাধারণ উইন্ডো খুলুন।
  3. আপনি ব্যবহার করেন এমন প্রতিটি আলাদা আলাদা ব্রাউজার অথবা কম্পিউটারের জন্য "এই কম্পিউটারকে আবার জিজ্ঞাসা করবেন না" বিকল্প বেছে নিন। সাইন-ইন করার জন্য আপনি আলাদা আলাদা ব্রাউজার অথবা কম্পিউটার ব্যবহার করেন, তাহলে প্রতিটি কম্পিউটারে এই বক্সে টিকচিহ্ন দিতে এবং প্রতিটি ব্রাউজারে আপনার কুকি সেটিংস অ্যাডজাস্ট করতে ভুলবেন না।

আপনার বিশ্বস্ত তালিকা থেকে কম্পিউটার ও ডিভাইস সরান

  1. আপনার Google অ্যাকাউন্ট খুলুন।  আপনাকে হয়ত সাইন-ইন করতে হবে।  
  2. "নিরাপত্তা" বিকল্পে, আপনি কিভাবে Google এ সাইন ইন করুন বেছে নিন।
  3. ২-ধাপে যাচাইকরণ বিকল্প বেছে নিন।
  4. "আপনি বিশ্বাস করেন এমন ডিভাইস" বিকল্পে, সবকটি তুলে নিন বেছে নিন।
true
Google অ্যাকাউন্টে স্বাগত!

আমরা দেখেছি যে আপনার নতুন Google অ্যাকাউন্ট তৈরি হয়েছে! আপনার Google অ্যাকাউন্ট চেকলিস্টের মাধ্যমে কীভাবে আপনার অভিজ্ঞতা উন্নত করতে হয় জানুন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
5425014596243575633
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
70975
false
false