বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

বিজ্ঞাপন ইউনিট

আপনার সাইটে AdSense সার্চ ইঞ্জিন যোগ করা

আপনি Google-এর মাধ্যমে পরিচালিত একটি সার্চ ইঞ্জিন নিজের সাইটে যোগ করতে পারেন, সেটি সার্চ ফলাফল সহ বিজ্ঞাপন দেখায়। সার্চ ইঞ্জিন যোগ করার জন্য, আপনাকে প্রথমে নিজের AdSense অ্যাকাউন্টে সার্চ বক্স কোড তৈরি করতে হবে এবং সেই কোডটি কপি করে আপনার পৃষ্ঠার HTML-এ পেস্ট করতে হবে।

মনে রাখবেন: এই ফিচারটি শুধুমাত্র ১৭ মে, ২০২২-এর আগে তৈরি করা উপযুক্ত অ্যাকাউন্টে ব্যবহার করা যাবে।

সার্চ ইঞ্জিন তৈরি করুন

  1. AdSense অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  2. বিজ্ঞাপন বিকল্পে ক্লিক করুন।
  3. বিজ্ঞাপন ইউনিট হিসেবে বিকল্পে ক্লিক করুন।
  4. সার্চ ইঞ্জিন বিকল্পে ক্লিক করুন।
    মনে রাখবেন: 'সার্চ ইঞ্জিন' বিকল্পটি দেখতে না পেলে বুঝবেন যে আপনি এই ফিচার ব্যবহার করার উপযুক্ত নন।
  5. আপনার সার্চ ইঞ্জিনের নাম দিন।
  6. আপনার সার্চ ইঞ্জিন পুরো ওয়েব জুড়ে নাকি শুধু আপনার তালিকাভুক্ত কিছু সাইটে সার্চ করবে সেটি বেছে নিন।
  7. আপনি সার্চ বিজ্ঞাপন দেখিয়ে উপার্জন করতে চাইলে, সার্চ ফলাফলে দেখানো বিজ্ঞাপন থেকে অর্থ উপার্জন করুন বিকল্প চালু করুন।
  8. তৈরি করুন বোতামে ক্লিক করুন।
  9. পৃষ্ঠাতে যেখানে 'সার্চ বক্স' দেখাতে চান, সেখানে <body><body/> ট্যাগের মধ্যে কোডটি কপি করে পেস্ট করুন।
  10. সম্পূর্ণ করা হয়েছে বোতামে ক্লিক করুন।

আপনার সার্চ ইঞ্জিনের পারফর্ম্যান্স ট্র্যাক করুন

আপনার সার্চ ইঞ্জিনের জন্য কাস্টম চ্যানেল সেট-আপ করে, আপনার সাইটে সার্চের মাধ্যমে কত উপার্জন হচ্ছে সেটি ট্র্যাক করতে পারবেন। কাস্টম চ্যানেল সম্বন্ধে আরও জানুন।

উন্নত ফিচার

সার্চ ইঞ্জিনের জন্য আরও কাস্টমাইজ করার বিকল্প পেতে চাইলে, আপনি Programmable Search Engine-এর দেওয়া উন্নত ফিচার অ্যাক্সেস করতে পারেন। যেমন, এই বিকল্পগুলি ব্যবহার করে আপনার 'সার্চ ইঞ্জিন'-এর লেআউট ও ভিউ পরিবর্তন করতে পারবেন। 'Programmable Search Engine'-এর উন্নত ফিচারের ব্যাপারে আরও জানুন।

মনে রাখবেন: উন্নত ফিচার ব্যবহার করলে, আপনার সাইটে পুরনো কোড আপডেট করে Programmable Search Engine-এ তৈরি করা নতুন কোড লিখতে হবে।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
53324080736570378
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false